TMC News: 'এটা একটা আইনি পদ্ধতি,প্রশাসন প্রশাসনের মতো ব্যবস্থা নেবে',কোন প্রসঙ্গে বললেন দেবাংশু ?

ABP Ananda LIVE :'ফোনে কুকথাকাণ্ডে তদন্তে সহযোগিতা করছেন অনুব্রত'। পুলিশি তদন্তে সহযোগিতা কেষ্টর, NCW-কে দেওয়া দ্বিতীয় অ্যাকশন টেকেন রিপোর্টে জানাল বীরভূম পুলিশ। 'কুকথাকাণ্ডে অনুব্রতকে এখনও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন পড়েনি'। 'অভিযোগকারীর ২ টি মোবাইল ফোন পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি'। পরীক্ষার রিপোর্ট পেলে তবেই অভিযুক্তের মোবাইল ফোন নেওয়া হবে কি না সিদ্ধান্ত, রিপোর্টে জানাল বীরভূম পুলিশ। তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্য এই প্রসঙ্গে বললেন, 'এটা তো একটা আইনি পদ্ধতি, প্রশাসন প্রশাসনের মতো করে ব্যবস্থা নেবে' ।

দিল্লি এইমসে নিয়ে যাওয়া হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে

দিল্লি এইমসে নিয়ে যাওয়া হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে।এয়ার অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়া হচ্ছে বিজেপি সাংসদকে।উডল্যান্ডস থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়া হচ্ছে গুরুতর অসুস্থ প্রাক্তন বিচারপতিকে।অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ও গ্যাসট্রো ইনটেস্টাইনাল সেপসিসে ভুগছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।স্থিতিশীল হলেও সঙ্কট কাটেনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।বিকেল ৫.৩৫: এয়ার অ্যাম্বুল্যান্সে দিল্লি রওনা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola