TMC News: জেলায় জেলায় তৃণমূলের সাংগঠনিক পদে রদবদল । নতুন ব্লক ও টাউন সভাপতিদের নাম ঘোষণা
ABP Ananda LIVE: জেলায় জেলায় তৃণমূলের সাংগঠনিক পদে রদবদল । তৃণমূলের নতুন ব্লক ও টাউন সভাপতিদের নাম ঘোষণা । তৃণমূলের যুব, মহিলা, শ্রমিক সংগঠনেও নতুন পদাধিকারী । হাওড়া শহর, হাওড়া গ্রামীণ, আরামবাগ, শ্রীরামপুর, পূর্ব বর্ধমান । বাঁকুড়া, বিষ্ণুপুর, জঙ্গিপুর, বহরমপুরে তৃণমূল নেতৃত্বে রদবদল
Chandranath Sinha: 'উনি প্রভাবশালী', কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহকে ৭দিনের হেফাজতে চাইল ED, মঙ্গলবার রায় দেবে আদালত
প্রাথমিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে আদালতে ঝুলে রইল চন্দ্রনাথ সিংহর ভাগ্য। কারামন্ত্রীকে সাত দিনের জন্য হেফাজতে চাইল ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, নথি চাওয়া হলেও তা সময়ে পাঠাননি চন্দ্রনাথ সিংহ। চার্জশিটের পর তড়িঘড়ি নথি জমা দেন। বোঝাই যাচ্ছে উনি কতটা প্রভাবশালী। পাল্টা চন্দ্রনাথ সিংহর আইনজীবীর বক্তব্য, ইডি বেশকিছু তথ্য চেয়েছিল, যা কম সময়ে দেওয়া যায় না।
কারামন্ত্রীর কি কারাবাস হবে? নাকি জামিন পাবেন? শনিবার এই বিষয়টির দিকেই নজর ছিল রাজ্যবাসীর। তবে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়, চন্দ্রনাথ সিংহর বিরুদ্ধে ED-র বিশেষ আদালতে শুনানি শেষ হলেও, রায় ঘোষণা হবে মঙ্গলবার দুপুর দুটোয়। এদিক আদালতের বাইরে বেরিয়ে কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, 'আমার বিচারব্যবস্থার প্রতি আস্থা ছিল। আস্থা আছে। ভবিষ্যতেও আস্থা থাকবে।'