TMC News: স্কুলের চাকরি-বিক্রির জন্য বিধায়ক জীবনকৃষ্ণ সাহা কার কাছ থেকে কত টাকা নিয়েছেন?
ABP Ananda LIVE : স্কুলের চাকরি-বিক্রির জন্য বিধায়ক জীবনকৃষ্ণ সাহা কার কাছ থেকে কত টাকা নিয়েছেন? সেই টাকা কোন ব্যাঙ্কের কোন অ্যাকাউন্টে জমা পড়েছে, বিস্তারিত তথ্য আদালতে জমা দেওয়া হয়েছে, জানাল ED। কোন ব্যাঙ্কের কোন অ্যাকাউন্টে নগদ জমা পড়েছে, কোন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে. বিস্তারিত তথ্য রয়েছে নথিতে, দাবি ED-র। প্রমাণ হিসেবে একাধিক সাক্ষীর বয়ানেরও উল্লেখ। তথ্য সামনে রেখেই ধৃত বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে জেরা ED-র আধিকারিকদের।
মালদার হবিবপুুর, নদিয়ার পলাশিপাড়ার পর এবার বাঁকুড়ার বেলিয়াতোড়, ফের শিক্ষাঙ্গনে তৃণমূল নেতার 'দাদাগিরি'
মালদার হবিবপুুর, নদিয়ার পলাশিপাড়ার পর এবার বাঁকুড়ার বেলিয়াতোড়। ফের শিক্ষাঙ্গনে তৃণমূল নেতার 'দাদাগিরি'। কলেজের পরিচালন সমিতির বৈঠকে দুই অধ্যাপককে শাসানোর অভিযোগ। অধ্যাপকদের শাসানোর অভিযোগ উঠেছে তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে। ২৬ মার্চের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। গত ৩ এপ্রিল ই-মেল মারফত বেলিয়াতোড় থানায় অভিযোগ দায়ের করেন দুই অধ্যাপক। দুই অধ্যাপককে খুনের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। অধ্যাপকদের দাবি, বেলিয়াতোড় থানা প্রথমে অভিযোগ নিতে চায়নি। এরপর পুলিশ সুপারের কাছে জানালে নড়েচড়ে বসে পুলিশ।