Humayun Kabir: অনুব্রত মণ্ডলের পরে এবার হুমায়ুন কবীর I ফের পুলিশকে আক্রমণ শাসক নেতার

ABP Ananda LIVE : অনুব্রত মণ্ডলের পরে পুলিশকে আক্রমণ ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের I বিরোধী দলে থাকলে ২৪ ঘণ্টার মধ্যে পুলিশকে শায়েস্তা করতেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি I লালগোলা, বড়ঞা ও ভরতপুর থানার বিরুদ্ধে আক্রমণ তৃণমূল বিধায়কের I হাতে, পায়ে বেড়ি পরানো থাকায় কিছু করতে পারছেন না বলেও দাবি হুমায়ুনের I

 

বড়বাজারের পর এবার দক্ষিণ কলকাতার শরৎ বোস রোডের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। রবিবার গভীর রাতে পাঁচতলা হোটেলের কনফারেন্স রুমে আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে হোটেলের একাংশ। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। অগ্নিকাণ্ডের সময়ে হোটেলের একাধিক ঘরে ৫০ জনের বেশি মানুষ ছিলেন। সকলকেই নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয়। দমকলের ৫টি ই়ঞ্জিনের চেষ্টায় ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলের।

 

অনুব্রত মণ্ডলের পরে পুলিশকে আক্রমণ ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের

অনুব্রত মণ্ডলের পরে পুলিশকে আক্রমণ ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের। বিরোধী দলে থাকলে ২৪ ঘণ্টার মধ্যে পুলিশকে শায়েস্তা করতেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। লালগোলা, বড়ঞা ও ভরতপুর থানার বিরুদ্ধে আক্রমণ তৃণমূল বিধায়কের। হাতে, পায়ে বেড়ি পরানো থাকায় কিছু করতে পারছেন না বলেও দাবি হুমায়ুনের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola