
TMC News: তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলারক্ষা কমিটিতে হাজিরার পর সুর নরম হুমায়ুনের
ABP Ananda LIVE: তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলারক্ষা কমিটিতে হাজিরার পর সুর নরম হুমায়ুন কবীরের । নিজের অবস্থান থেকে সরে সুর নরম ভরতপুরের তৃণমূল বিধায়কের । তৃণমূল নেত্রী নির্দেশ দিয়েছেন, ওকে বুঝিয়ে দেওয়া হয়েছে' । ক্ষোভ থাকলেও প্রকাশ্যে এই ধরনের কথা বলা যায় না' । হুমায়ুনকে বুঝিয়ে দেওয়া হয়েছে, মন্তব্য শোভনদেব চট্টোপাধ্যায়ের । দলের শৃঙ্খলা মেনেই চলব, শৃঙ্খলারক্ষা কমিটির মুখোমুখি হওয়ার পর মন্তব্য হুমায়ুনের । দল নয়, আগে জাতি সত্তা', আগের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়ায় নারাজ ভরতপুরের তৃণমূল বিধায়ক
'রামনবমীতে এত মিছিল হবে, গোটা রাজ্যের পুলিশ-সিভিক দিয়েও আটকাতে পারবেন না' : শুভেন্দু
'রামনবমীতে এত মিছিল হবে, গোটা রাজ্যের পুলিশ-সিভিক দিয়েও আটকাতে পারবেন না'। রামনবমী নিয়ে এবার হুঙ্কার শুভেন্দু অধিকারীর। 'হাওড়ায় শ্যামপুরে ৭ এপ্রিল মিছিল করব, ক্ষমতা থাকে আটকান'। 'প্রোটোকল মেনে গতবারের অনুমতির কাগজ পুলিশকে দেবেন, রামনবমী কমিটির কাছে আবেদন'। 'নতুন করে পুলিশের দেওয়া কিছু ফিল আপ করবেন না'। 'মহাকুম্ভে ৬৬ কোটি মানুষ স্নান করেছেন'। 'সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে রামনবমী পালন করুন'। রামনবমী পালন নিয়ে হুঁশিয়ারির সুরে চ্যালেঞ্জ বিরোধী দলনেতার।