Tmc News: একটির বদলে এবার তৃণমূলে ৩টি শৃঙ্খলারক্ষা কমিটি | ABP Ananda LIVE
ABP Ananda LIVE : 'উপনির্বাচনে ৬ আসনে তৃণমূলের জয়, মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ মমতার'।'কর্মসমিতিতে যুক্ত হলেন বিমান বন্দ্যোপাধ্যায়, মানস ভুঁইঞা, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও জাভেদ খান'।'সংসদের ডিসিপ্লিনারি কমিটিতে সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও'ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নাদিমুল হক','দলের ডিসিপ্লিনারি কমিটিতে সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সুজিত বোস, চন্দ্রিমা ভট্টাচার্য''বিধানসভা ডিসিপ্লিনারি কমিটিতে শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ, দেবাশিস কুমার, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য','দিল্লিতে দলের মুখপাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও'ব্রায়েন,কাকলি,ঘোষ,দস্তিদার, কীর্তি আজাদ, সুস্মিতা দেব, সাগরিকা ঘোষ','তৃণমূলের তরফে মিডিয়া কো-অর্ডিনেটর অরূপ বিশ্বাস','উত্তরবঙ্গে তৃণমূলের মুখপাত্র গৌতম দেব, উদয়ন গুহ, প্রকাশ চিক বরাইক','ঝাড়গ্রাম নিয়ে বলবেন বীরবাহা হাঁসদা, চা বাগান নিয়ে বলবেন মলয় ঘটক','বাংলার হয়ে বলবেন কুণাল ঘোষ, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য'। তৃণমূলে প্রচুর বদল, দলে গুরুত্ব আরও বাড়ল প্রবীণ নেতাদের । দিল্লিতে মুখপাত্র অভিষেক, শৃঙ্খলারক্ষা কমিটিতে অরূপ-ববি-কল্যাণ । ডায়মন্ড হারবারে অভিষেকের ডক্টর্স মিটের দিনই 'অপরাজিতা বিল' নিয়ে রাস্তায় । বারবার বেফাঁস মন্তব্য করে দলে বিড়ম্বনায় ফেলা নিয়েও কড়াকড়ি । একটির বদলে এবার তৃণমূলে ৩টি শৃঙ্খলারক্ষা কমিটি । সাংসদ, বিধায়ক থেকে দলের সাধারণ নেতা-কর্মী-৩টি শৃঙ্খলারক্ষা কমিটি । শৃঙ্খলারক্ষার কোনও কমিটিতে নেই, দিল্লিতে সংসদ-বিষয়ে বলতে পারবেন অভিষেক । জাতীয় কর্মসমিতি ছাড়া শুধু দিল্লিতে জাতীয় মুখপাত্র হিসেবে থাকবেন অভিষেক । তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য সংখ্যা ২২ থেকে বেড়ে হল ২৭ । দলের নতুন প্রজন্মকে মমতা-মুখী করতে বিশেষ কর্মসূচি তৃণমূলের