TMC News: ১৫ অগাস্ট পর্যন্ত দলকে ডেডলাইন হুমায়ুনের,' দল ডেডলাইনের পরোয়া করে না...', পাল্টা জয়প্রকাশ

ABP Ananda LIVE : পনেরোই অগাস্ট পর্যন্ত দেখব। তারপর প্রয়োজনে বিকল্পের কথা ভাবব। সেটা নতুন দল হতে পারে। এভাবেই তৃণমূলের দিকে, আলাদা দল তৈরির হুঁশিয়ারি ছুড়ে দিলেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। তিনি বলেন, মুর্শিদাবাদের সংখ্য়াগরিষ্ঠ যারা মুসলিম জনতা, এমনকী কিছু হিন্দু ব্য়ক্তিও রয়েছে, যারা বলছেন, আপনি নিজে একটা কোনও রাস্তা বের করুন। শুধু তাই নয়, হুমায়ুন কবীর যদি রাজনৈতিক দল তৈরি করেন, তার ভবিষ্য়ৎ কী হবে... তা নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তিনি বলেন, লড়াই করে, আমি জিতে আসব, আমার সহকর্মী ক'জন জিতে আসবেন।আমরা তখন দর কষাকষির রাজনীতিটা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে করব। হুমায়ুন কবীরের আরও দাবি, যদি ৫০টা সিটে লড়াই হয়, তাঁর দল অন্তত ১৫ থেকে ২৫টা সিটে জিতবে। তখন মমতা ব্য়ানার্জির কাছে তাঁদের গুরুত্ব প্রচুর বেড়ে যাবে। পাল্টা জয়প্রকাশ মজুমদার বলছেন, নতুন পার্টি তৈরি করতে হলে আগে পদত্যাগ করুন। দল এই সব ডেড লাইনের পরোয়া করে না।  দলের মধ্যে থাকতে গেলে অনুশাসন মেনে থাকতে হবে। এই বার্তায় যেহেতু সংখ্য়ালঘু জড়িত, তাই তৃণমূল চুপ, কটাক্ষ বিজেপির।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola