TMC News: 'আমরা ব্যবসায়ী পরিবারের লোক, বছরে ২ কোটির টার্নওভার', লেনদেনের প্রসঙ্গে দাবি জীবনকৃষ্ণের

ABP Ananda LIVE: CBI-এর পর আরেক কেন্দ্রীয় এজেন্সি ED-র হাতে গ্রেফতার হয়েছেন মুর্শিদাবাদের জীবনকৃষ্ণ সাহা। নবম-দশমে নিয়োগ দুর্নীতি মামলায় ১২ তারিখ পর্যন্ত জেল হেফাজত হল  তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার। ৬ দিনের হেফাজত শেষে শনিবার তাঁকে  ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হয়।  শনিবার আদালতে তোলার আগে বিধাননগর মহকুমা হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা হয় জীবনকৃষ্ণ সাহার। ED তাঁর বাড়িতে হানা দেওয়ার সময় ঝোপের মধ্যেই মোবাইল ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। শনিবার তাঁকে বিশেষ আদালতে তোলার পর ছেলেকে জড়িয়ে ধরে কান্না শুরু করেন বড়ঞার তৃণমূল বিধায়ক। এদিন আদালত কক্ষে একেবারে সামনের বেঞ্চেই বসেছিলেন জীবনকৃষ্ণ সাহার স্ত্রী টগর সাহা এবং তাঁর ছেলে। ছেলেকে দেখতে পেয়ে তার দিকে এগিয়ে যান তৃণমূল বিধায়ক। আদর করেন।  তারপর কাঠগড়ায় উঠে দেওয়ালের দিকে ঘুরে হাউহাউ করে কেঁদে ফেলেন জীনকৃষ্ণ সাহা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola