TMC News: নানুরে শহিদ স্মরণ অনুষ্ঠানে হুঙ্কার কাজল শেখের

ABP Ananda Live: নানুরে শহিদ স্মরণ অনুষ্ঠানে হুঙ্কার কাজল শেখের। আমন্ত্রণেও গরহাজির অনুব্রত। যাঁরা আসেননি, তাঁরা শহিদদের ভুলেছেন, কটাক্ষ কাজলের।

 

'মেঘনা মোড়ে গেছিলাম, কিন্তু..' ! ভাটপাড়াকাণ্ডে প্রতিক্রিয়া অর্জুনের

অর্জুনই গুলি চালিয়েছেন, অভিযোগে অনড় সোমনাথ শ্যাম। ৫ থেকে ৬ রাউন্ড গুলি চালিয়েছেন অর্জুন, অভিযোগ তৃণমূল বিধায়কের। 'ভয় পেয়ে এখন পালিয়ে গিয়েছেন অর্জুন সিংহ'। পাটনা বলে দিল্লিতে গিয়ে লুকিয়ে রয়েছেন বিজেপি নেতা, দাবি সোমনাথ শ্যামের। মূলত,  অর্জুনকে পুলিশের নোটিস-বাণ। এবার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ-সহ অর্জুন সিংকে থানায় তলব। ২৪ ঘণ্টার মধ্যে বিজেপি নেতাকে ধরানো হয়েছে পাঁচ-পাঁচটি নোটিস! ২৪ ঘণ্টার মধ্যে বিজেপি নেতাকে ধরানো হয়েছে পাঁচ-পাঁচটি নোটিস। ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদকে দুপুর ২টোর মধ্যে জগদ্দল থানায় হাজির হতে বলা হয়েছে সঙ্গে নিয়ে যেতে বলা হয়েছে তাঁর আগ্নেয়াস্ত্রের লাইসেন্স সংক্রান্ত যাবতীয় তথ্য, তাঁর বাড়ি, মজদুর ভবনের সমস্ত সিসি ক্যামেরার ফুটেজও অর্জুন সিংকে থানায় নিয়ে যেতে বলা হয়েছে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola