Kalyan Banerjee: 'কার আশীর্বাদ এর মাথায় আছে যে...', তৃণাঙ্কুরকে আক্রমণ কল্যাণের | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: এবার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতিকে আক্রমণ শ্রীরামপুরের তৃণমূল সাংসদের । আর জি করকাণ্ডে টিএমসিপি সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের  । 'এতগুলো টিএমসিপির ছেলে সাসপেন্ড, এক্সপেল হয়ে গেল, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির মুখে কোনও কথা নেই' । 'কার আশীর্বাদ এর মাথায় আছে যে এখনও সে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থাকে' । 'দলের কোনও কর্মীর ওপর অন্যায় হতে দেব না' । তৃণাঙ্কুর ভট্টাচার্যকে আক্রমণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের । শুনেও কোনও মন্তব্য করতে চাননি তৃণাঙ্কুর ভট্টাচার্য

 আরও খবর..

কসবাকাণ্ডে পুলিশের কাছে চাঞ্চল্যকর স্বীকারোক্তি ধৃত গুলজারের । 'দুবাইয়ে কাজ করে উপার্জন করা টাকায় কসবায় গোডাউন কেনে গুলজার' । '২০১১-১২ সালে সুশান্ত ঘোষের এলাকায় কেনা হয় গোডাউন' । 'কাউন্সিলরের অনুগামীরা সেই গোডাউন দখল করে নেয়' । 'বারবার অনুরোধের পরেও কষ্টের টাকায় কেনা সেই গোডাউন উদ্ধার করা যায়নি' । 'হতাশ হয়েই মুঙ্গেরের ইকবালের সঙ্গে যোগাযোগ' । 'সুশান্তর উপরে হামলার জন্য ইকবালই অস্ত্র ও লোক সাপ্লাই দেয়' । পুলিশি জেরায় চাঞ্চল্যকর দাবি ধৃত গুলজারের: সূত্র । 'মুঙ্গের থেকে অস্ত্র এসেছে, তদন্তের স্বার্থে পুলিশকে মুঙ্গেরে যেতে হবে' । 'শুধু গুলজার নয়, হামলার সঙ্গে আরও অনেকে জড়িত' । গুলজারের পুলিশ হেফাজত চেয়ে সওয়াল সরকারি আইনজীবীর । ২৯ নভেম্বর পর্যন্ত ধৃত গুলজারের পুলিশ হেফাজত

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram