
TMC News: তৃণমূলের পুরপ্রধানের বিরুদ্ধেই কাউন্সিলরদের অনাস্থা! কোথায়?
ABP Ananda Live: তৃণমূলের পুরপ্রধানের বিরুদ্ধেই কাউন্সিলরদের অনাস্থা! দাঁইহাট পুরসভার চেয়ারম্যান প্রদীপ রায়ের বিরুদ্ধে অনাস্থা। পুরপ্রধানের বিরুদ্ধে কাটোয়া মহকুমা শাসকের কাছে 'অনাস্থা'। পুরপ্রধানের বিরুদ্ধে তৃণমূলেরই ১১ কাউন্সিলরের অনাস্থা প্রস্তাব। 'নিজের ইচ্ছেমতো কাজ করেন পুরপ্রধান, কারও কথাই শোনেন না'। 'কোটি কোটি টাকার কাজ শুধু নিজের পছন্দের ৩টি ওয়ার্ডে হয়'। পুরপ্রধানের বিরুদ্ধে অভিযোগ খোদ পুরসভার ভাইস চেয়ারম্যান। পাল্টা কাউন্সিলরদের বিরুদ্ধেই অসহযোগিতার পাল্টা অভিযোগ পুরপ্রধানের। 'চব্বিশের ভোটে হারের জন্য শুধু আমাকে দায়ী করা হচ্ছে'। 'ওয়ার্ডে কাজ করছি, এখন দেখছি উন্নয়ন না করে বসে থাকাই ভাল'। 'নেতারা বলেছিলেন অনাস্থা আনলে তা দলবিরোধী হবে'। দল বিশ্রাম নিতে বললে বিশ্রাম নেব, পাল্টা দাবি পুরপ্রধানের।
যাদবপুরকাণ্ডে আরও এক ছাত্র গ্রেফতার
যাদবপুরকাণ্ডে আরও এক ছাত্র গ্রেফতার । শিক্ষাবন্ধু সমিতির অফিসে আগুন, গ্রেফতার সৌপ্তিক চন্দ্র। যাদবপুরের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সৌপ্তিক চন্দ্র।