TMC News: বাদুড়িয়াতেই তৃণমূল নেত্রী সিরিয়া পারভিনের ওপর হামলা, দুই নিরাপত্তা রক্ষীকে মারধর

ABP Ananda Live: কয়েকদিন আগে তৃণমূলের অন্দরে দুর্নীতির অভিযোগ তুলে মুখ খুলেছিলেন বাদুড়িয়ার তৃণমূল বিধায়ক কাজি আব্দুর রহিম। এবার সেই বাদুড়িয়াতেই তৃণমূল নেত্রী সিরিয়া পারভিনের ওপর হামলা এবং তাঁর দুই নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ উঠল দলেরই নেতার বিরুদ্ধে। অভিযুক্ত যশাইকাটি আটঘরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তারিক মণ্ডল। তৃণমূলের বাদুড়িয়া উত্তর ব্লকের সভাপতি ও উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বুরহানুল মুকাদ্দিম ওরফে লিটনের অনুগামী তারিকের নেতৃত্বেই তাঁর ওপর হামলা চলে বলে অভিযোগ করেছেন দলের বসিরহাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সিরিয়া পারভিন। যোগাযোগ করা হলেও ফোন ধরেননি অভিযুক্ত উপপ্রধান।

শহরের দুই প্রান্তে অগ্নিকাণ্ড, তারাতলায় ভস্মিভূত ঝুপড়ি, চাউল পট্টি রোডে ভ্যাটে আগুন

কয়েক ঘণ্টার ব্যবধানে শহরের দু জায়গায় আগুন লাগল। গতকাল রাতে তারাতলা আগুন লাগে। পুড়ে ছাই পরিত্যক্ত কেপিটি কোয়ার্টার্স লাগোয়া এলাকা। ভস্মিভূত প্রায় ২৫টি ঝুপড়ি। অন্যদিকে চিংড়িঘাটার চাউল পট্টি রোডে ভ্যাটে আগুন লাগে। ঘটনাস্থলে দমকল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola