ABP News

TMC News: ফের তৃণমূলের মঞ্চে BDO, সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি

Continues below advertisement

Ranagaht News: ফের তৃণমূলের মঞ্চে BDO। মহিলা তৃণমূল কংগ্রেসের বনভোজনে গিয়ে উত্তরীয় পরে, সম্বর্ধনা নিলেন রানাঘাট ১ নম্বর ব্লকের BDO জয়দেব মণ্ডল। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। BDO-র সাফাই, বনভোজন চলছে বলে তাঁকে নিয়ে যান পঞ্চায়েত সমিতির সভাপতি। অনুষ্ঠানে কোনও রাজনৈতিক দলের পতাকা ছিল না বলে BDO-র দাবি। বিজেপির কটাক্ষ, এই ঘটনাই প্রমাণ করছে, শাসকদলের সঙ্গে প্রশাসনের যোগসাজশ। 

 

 

এদিকে, তৃণমূল নেতা বুলবুল খানের বক্তব্য, তৃণমূলের মধ্যে যে গোষ্ঠী কোন্দল রয়েছে, বিরোধীদের এই অভিযোগকে তিনি সমর্থন করেন। এমনিতেই মালদায় আতঙ্কে ভুগছেন নেতারা। বিশেষ করে বিহার লাগোয়া এলাকা হরিশ্চন্দ্রপুরে আতঙ্ক আরও বেড়েছে। এই এলাকারই বাসিন্দা প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের নিরাপত্তা আরও বেড়েছে। এই নিয়ে এই এলাকার অন্য নেতা-নেত্রীদের ক্ষোভ আর ভয় দুই বেড়েছে। হরিশ্চন্দ্রপুর ১ ব্লক সভাপতি তথা জেলা পরিষদ সদস্যা মর্জিনা খাতুনের বক্তব্য, তিনি খুব আতঙ্কে আছেন। নিরাপত্তারক্ষীর জন্য আবেদন করে ছিলাম জেলা পুলিশ সারা দেয়নি। শুধু মন্ত্রীর নিরাপত্তা বেড়েছে শুনেছি। শাসকদলকে আক্রমণ করেছে বিজেপি, সিপিএম। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram