Madan Mitra: 'যেদিন বাঙালির গায়ে হাত পড়বে...', বাঙালি অস্মিতাকে সামনে রেখে হুঁশিয়ারি মদন মিত্রের
ABP Ananda LIVE : 'যদি কেউ মনে করে বাঙালি বা বাংলার মানুষ প্রয়োজনে প্রতিবাদ করতে পারে না। তাহলে জেনে রেখে দিন, যেদিন একটা বাঙালির গায়ে বাংলাদেশি তকমা দিয়ে হাত পড়বে, সেদিন বিজেপির হাতের মুঠো কেমনভাবে মুচড়ে ভেঙে দিতে হয়, তার জন্য তৃণমূলের কর্মীরা তৈরি', ২১ জুলাইয়ের প্রস্তুতি মঞ্চ থেকে বাংলাদেশি ইস্যুতে হুঁশিয়ারি মদন মিত্রর।
বিধানসভা ভোট পরবর্তী হিংসায়, কাঁকুড়গাছির বিজেপির কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় নারকেলডাঙা থানার তৎকালীন OC শুভজিৎ সেন, তৎকালীন সাব ইনস্পেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথকে জেল হেফাজতে পাঠাল CBI- এর বিশেষ আদালত। এই মামলায় তৃণমূল কর্মী সুজাতা দে-কেও ৩১ জুলাই পর্যন্ত জেলে পাঠিয়েছে আদালত। সম্প্রতি এই মামলায় সিবিআই যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়, তাতে এই পুলিশকর্মীদের নাম ছিল। CBI-এর চার্জশিটে নারকেলডাঙা থানার তৎকালীন OC শুভজিৎ সেন, তৎকালীন সাব ইনস্পেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথের বিরুদ্ধে ষড়যন্ত্রে অংশ নেওয়া, ঘটনা ধামা-চাপা দেওয়া ও তথ্য়-প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ আনা হয়।