Madan Mitra: আইপ্য়াককে আক্রমণ মদনের । আসল টার্গেট কি অন্য় কেউ? জোরাল হচ্ছে জল্পনা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আইপ্য়াককে আক্রমণ করে কি দলের কোনও হেভিওয়েট নেতাকে নিশানা করছেন মদন মিত্র? জোরাল হচ্ছে সেই জল্পনা। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে, কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন, সেই অর্থে IPAC-কে অভিষেকই এনেছে। মমতা ব্যানার্জির তাৎক্ষণিক নিশ্চয়ই একটা সমর্থন ছিল। যা শুনে বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার বলছেন, টার্গেট ভাইপোই মনে হচ্ছে। কারণ ভোটকুশলী সংস্থা মানে ভাইপোর সংস্থা, আইপ্য়াক। এর আগে আর জি কর কাণ্ডের প্রতিবাদ আন্দোলন সামলানো নিয়েও মদন মিত্র ইঙ্গিতপূর্ণভাবে বলেছিলেন, যে লেভেলে ব্যাপারটা ছিল, সেটা অভিষেক লেভেলের ব্যাপার ছিল না। সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপার ছিল। এবার তাঁর নিশানায় আইপ্য়াক। কিনতু, আসল টার্গেট কি অন্য় কেউ?
বারুইপুরে মাদক কারবারীর বাড়িতে টাকার পাহাড়
বারুইপুরে মাদক কারবারীর বাড়িতে টাকার পাহাড়। এখনও পর্যন্ত প্রায় ২৬ লক্ষ টাকার হদিশ! বাড়ি ভাড়া নিয়ে মাদকের রমরমা কারবার। বারুইপুর পুলিশ-রাজ্য পুলিশের STF-র অভিযান। বারুইপুরের মণ্ডলপাড়ায় অভিযান, কোটি টাকার মাদক। কোটি টাকা মূল্যের প্রায় ১ কেজি হেরোইনের হদিশ। শাশুড়িকে সঙ্গে নিয়ে জামাইয়ের কারবার, ২জন গ্রেফতার।
টাকার পাহাড়ের হদিশ এই রাজ্যে নতুন নয়। বারবার টাকার গোনার মেশিন আনতে হয়েছে অভিযানের স্থলে। এদৃশ্য বহুবার টিভির পর্দায় দেখেছে রাজ্য। আর প্রতিটা টাকার পাহাড়ের উৎস খুঁজতে গিয়ে ঢিল পড়েছে মৌমাছির চাকে। বলার অপেক্ষা রাখে না, কী কী বিস্ফোরক তথ্য একেকটা মামলায় সামনে বেরিয়ে এসেছে। তবে বারুইপুরে কীভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে মাদকের ব্যবসা চালাচ্ছিল শাশুড়ি ও জামাই ? তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। আশা করা যায়, পুলিশি জেলার আরও একাধিক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসবে।