Mamata Banerjee: '৬০ হাজার করে ২ কিস্তিতে বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া হবে', ঘোষণা মুখ্যমন্ত্রীর

Continues below advertisement

ABP Ananda Live: বাংলার বাড়ি প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। আজ থেকে বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া শুরু। '৬০ হাজার করে ২ কিস্তিতে বাংলার বাড়ি প্রকল্পে টাকা'। 'কথা রাখেনি কেন্দ্র, ৩ বছর ধরে টাকা দেয়নি'। 'বলেছিলাম টাকা দেব, তাই অনেক চেষ্টা করে দিচ্ছি'। '১২ লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা'।

 

 বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের আঁচ এবার সংসদে। বাংলাদেশে  হিন্দুদের ওপর লাগাতার হামলার পরও কী করছে মোদি সরকার? সংসদের ভিতরে ও বাইরে সোমবার এই প্রশ্ন তুলে সুর চড়িয়েছিল কংগ্রেস।  এরপর মঙ্গলবারও প্রিয়ঙ্কা গাঁধীর  নেতৃত্বে সংসদ ভবনের গেটে বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদরা। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় বিচারের দাবি জানায় কংগ্রেস। কংগ্রেস সাংসদদের হাতে জুটের ব্যাগে লেখা ছিল স্লোগান। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে যোগ দেন অন্য বিরোধীদলের সাংসদরাও।

প্রিয়ঙ্কা গাঁধীর নেতৃত্বে হাতে প্ল্যাকার্ড নিয়ে, কাঁধে বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর বার্তা লেখা ব্যাগ নিয়ে বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদরা।  ব্যাগের দুদিকে হিন্দি ও ইংরাজিতে লেখা, 'বাংলাদেশের হিন্দু ও খ্রিস্টানদের পাশে দাঁড়ান'। পাশাপাশি নিজের এক্স হ্যান্ডলে তিনি পোস্ট করেছেন, ‘’অয়ম নিজঃ পরো বেতি গণনা লঘুচেৎসম। উদারচরিত্রানাং তু বসুধৈব কুটুম্বকম।’’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram