ABP News

TMC News:যোগ্য জবাব দেওয়ার জন্য মানুষ কিন্তু তৈরি।ধর্ম নিয়ে বিধানসভায় BJP-কে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Continues below advertisement

ABP Ananda Live: রামনবমীর আগে রাজ্য বিধানসভায় ফের উঠে এল 'হিন্দু' প্রসঙ্গ। এবার উত্তর-পূর্ব ভারত থেকে কলকাতায় চিকিৎসা করাতে আসা রোগীদের প্রসঙ্গ তুললেন মুখ্যমন্ত্রী। বললেন, যারা হিন্দু হিন্দু ভাই ভাই বলছে, তারা জানে নর্থ-ইস্ট থেকে কত লোক চিকিৎসা করাতে আসেন? এরই পাশাপাশি, বাংলার স্বাস্থ্যব্যবস্থাকে পৃথিবীর সেরা বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। আর এমন ইস্যু হাতে পেয়ে, কটাক্ষ ধেয়ে এসে বিজেপির তরফ থেকে। 

 

 এও যেন এক জয়। কিন্তু চোখের জলে। যে জয়ে আনন্দ হয় না, বরং আরও একটু ফাঁকা হয়ে যায় বুকের ভিতরটা, এই অনুভূতি যেন তেমনই। নাহলে কি আর নিজের মেয়ের মৃত্যুর শংসাপত্র কোনও বাবা মায়ের পাওনা হতে পারে? কিন্তু এই শংসাপত্রের জন্যই তো গত কয়েকটা মাস বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন হতভাগ্য বাবা মা। আবেদন করেছেন। ঘুরে বেড়াতে হয়েছে বিভিন্ন অফিসে, কিন্তু সুরাহা মেলেনি। অবেশেষে ডেথ সার্টিফিকেট পেল আরজি কর কাণ্ডে প্রয়াত চিকিৎসক তরুণীর পরিবার। সময় লাগল, ৭ মাস। 

আর জি কর কাণ্ডে ৭ মাস পর ডেথ সার্টিফিকেট ইস্যু করল স্বাস্থ্য দফতর। ৯ অগাস্ট, ২০২৪, আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের সেই ঘটনা আজও ভুলতে পারেনি গোটা দেশ। আর সেই ঘটনায় অভয়া অর্থাৎ নিহত চিকিৎসকের পরিবার মেয়ের ডেথ সার্টিফিকেট পায়নি। মানুষ বিচারের দাবিতে পথে নেমেছে বারে বারেই। গর্জে উঠেছে কলকাতা, বলেছে 'উই ওয়ান্ট জাস্টিজ'। এখনও কলকাতার রাস্তায় রাস্তায় চোখে পড়ে অভয়ার মৃত্যুর প্রতিবাদে মিছিল। তবে সেই মিছিলের রোষ কিছুটা স্থিমিত। কেটে গিয়েছে ৭ মাস। এখনও মেলেনি বিচার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram