
Mamata Banerjee: ২২ মার্চ লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কারা দল চালাবেন? স্পষ্ট করে দিলেন মমতা
ABP Ananda LIVE: '২ বছর পরপর আমরা বাইরে যাওয়ার চেষ্টা করি, কিন্তু একদল লোক আছে, যাঁরা কুচক্রী' । জাপান আমাদের বারবার আমন্ত্রণ জানিয়েছে, ২ বছর পর যাব' । পোলান্ড, অস্ট্রেলিয়া, কানাডাও আমন্ত্রণ জানিয়েছে', জানালেন মুখ্যমন্ত্রী লন্ডন যাওয়ার আগে টাস্ক ফোর্স গঠন মুখ্যমন্ত্রীর । টাস্ক ফোর্সে প্রশাসনিক দিকের দায়িত্বে বিবেক কুমার, প্রভাত মিশ্রর মতো IAS-রা । থাকবেন স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, ডিজিপি রাজীব কুমার ও সিপি মনোজ ভার্মা । মন্ত্রীদের মধ্যে দায়িত্বে থাকবেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুজিত বসুরা । দায়িত্বে থাকবেন অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিম । দলের বিষয়টা দেখে নেবেন সুব্রত বক্সী, অভিষেক বন্দ্যোপাধ্যায়।
একদিকে রামনমবমী ঘিরে যখন চড়ছে রাজনীতির পারদ, তখন বারুইপুরে বিজেপি ও তৃণমূলের টক্কর ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বিধানসভাও। শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে কালো পতাকা। বিজেপি বিধায়কদের ঘিরে বিক্ষোভ। বিজেপির কর্মী-সমর্থকদের লক্ষ্য করে লঙ্কার গুঁড়ো! ইট! পাথর ছোড়ার অভিযোগ করা হয়।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আমাদের ট্র্য়াপে ফেলা হয়েছে। ১টা থেকে ৩টে কোনও কারণ ছাড়াই তৃণমূলকে পারমিশন। তোলাবাজ অভিষেক, চোর তিনি পুলিশকে নির্দেশ দিয়ে এটা করেছেন। আমাদের ট্র্য়াপে ফেলেছেন। উদ্দেশ্য় মেরে ফেলা। ২৬-এর আগে পথের কাঁটা সরিয়ে দাও। '
বুধবার বিজেপির কর্মসূচি ঘিরে বারুইপুরে এই তুলকালামকাণ্ডের রেশে বৃহস্পতিবার এসে পড়ল বিধানসভাতেও।বাজেট অধিবেশনের শেষ দিনে বারুইপুর নিয়ে উত্তাল হয়ে উঠল বিধানসভা। ভিতরে-বাইরে তুমুল বিক্ষোভ দেখাল বিজেপি।অধিবেশনের শুরু থেকেই বিধানসভার ভিতরে শুরু হয়ে যায় গন্ডগোল। চেয়ার ছেড়ে উঠে এসে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা।