TMC News: ছাব্বিশের ভোটের আগে তৃণমূলের শেষ ২১ জুলাই, কোন পথে মিছিল এগোবে, জানাল কলকাতা পুলিশ
ABP Ananda Live: কাল ২১ জুলাই, তৃণমূলের মেগা কর্মসূচি। ধর্মতলায় তৈরি হচ্ছে তৃণমূলের শহিদ সমাবেশের ত্রিস্তরীয় মঞ্চ। জেলা থেকে কলকাতামুখী কর্মী-সমর্থকরা। গীতাঞ্জলি স্টেডিয়াম-সহ বিভিন্ন জায়গায় থাকার ব্যবস্থা। মূল মঞ্চের উচ্চতা ১৩ ফুট, বসবেন মমতা-অভিষেক-সহ শীর্ষ নেতৃত্ব। দ্বিতীয় মঞ্চের উচ্চতা ১২ ফুট, বসবেন শহিদ পরিবারের সদস্যরা। তৃতীয় মঞ্চ ১১ ফুট উঁচু, বসবেন তৃণমূলের জনপ্রতিনিধি ও অন্যান্য শীর্ষ নেতারা। ত্রিস্তরীয় এই মঞ্চের দৈর্ঘ্য ৮০ ফুট, প্রস্থ ৪২ ফুট। লোহার কাঠামো দিয়ে তৈরি হচ্ছে মঞ্চ, বসতে পারবেন মোট ৬০০।
ছাব্বিশের ভোটের আগে তৃণমূলের শেষ ২১ জুলাই। কোন পথে মিছিল এগোবে, জানাল কলকাতা পুলিশ। শিয়ালদা থেকে মিছিল SN ব্য়ানার্জি রোড, ডোরিনা ক্রসিং হয়ে ধর্মতলা পৌঁছবে। শ্য়ামবাজার মিছিলগুলি সেন্ট্রাল অ্য়াভিনিউ, SN ব্য়ানার্জি রোড হয়ে পৌঁছবে ধর্মতলা। হাওড়ার দিক থেকে আসা মিছিলগুলি যাবে ব্রেবোর্ন রোড, সেন্ট্রাল অ্য়াভিনিউ হয়ে। সমস্যায় পড়লে কলকাতা পুলিশের ৩টি হেল্পলাইন নম্বরে ফোন করা যাবে। ৩টি টোল ফ্রি নম্বর 1073, 98308-11111, 98300-10000.