Santanu Sen : এবার রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে শান্তনু সেনকে সরাতে সক্রিয় হলেন সুদীপ্ত রায়

Continues below advertisement

ABP Ananda LIVE : এবার রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে শান্তনু সেনকে সরাতে সক্রিয় হলেন সুদীপ্ত রায়। স্বাস্থ্যভবনে চিঠি লিখলেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি। এক ইস্যুতে দুটি চিঠি কেন, কেন দ্বিতীয় চিঠিতে বাদ গেল ৯ ও ১০ অগাস্টের বৈঠকের কথা? প্রশ্ন তুলে তদন্ত দাবি করল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। এবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তাঁর সদস্যপদ খারিজের জন্য স্বাস্থ্য ভবনকে চিঠি দিলেন সংস্থার সভাপতি ও শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। স্বাস্থ্য়সচিবের উদ্দেশে লেখা চিঠিতে সুদীপ্ত রায় দাবি করেছেন, চলতি বছরে রাজ্য় মেডিক্য়াল কাউন্সিলের ৬টি বৈঠকে উপস্থিত ছিলেন না শান্তনু সেন। তার জন্য় তিনি নির্দিষ্ট কোনও কারণ জানাননি। বেঙ্গল মেডিক্য়াল অ্য়াক্ট ১৯১৪ অনুযায়ী, কোনও সদস্য পর পর তিনটি বৈঠকে উপস্থিত না হন, তাঁর সদস্যপদ বাতিল হয। সেই কারণে পদটি এখন খালি। সেই পদে যেন রাজ্য় সরকারের তরফে নতুন সদস্য় মনোনীত করা হয়। তাৎপর্যপূর্ণ বিষয় হল শান্তনু সেনের বিরুদ্ধে তৃণমূলের একাংশ খড়গহস্ত হলেও, এমাসের শেষে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় চিকিৎসকদের যে সম্মেলনের আয়োজন করছেন, তার অন্য়তম উদ্য়োক্তা সেই শান্তনু সেনই। ৩০ নভেম্বর অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে এই সম্মেলন হতে চলেছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram