TMC News : দুষ্কৃতী যুবরাজকে থাকার ব্যবস্থা করে দেয় বিধায়কের উপর হামলার ঘটনায় অভিযুক্ত আফরোজই ?

ABP Ananda Live : তৃণমূল বিধায়কের উপর হামলার অভিযোগে অভিযুক্ত আফরোজের কোথায় উঠে এসেছে যুবরাজ সিংহের নাম। লেকটাউনের কালিন্দীর ফ্ল্যাটে যুবরাজ সিংহ থাকতেন। আপাতত বাড়িটি তালা বন্ধ রয়েছে। ঘটনার দিন এই যুবরাজ সিংহ ৯ এমএম পিস্তল নিয়ে পৌঁছয় ঘটনাস্থলে। এই আফরোজই দুরস্কৃতি যুবরাজকে থাকার ব্যবস্থা করে দেয়, পুলিশ সূত্রে খবর। 

কসবায় তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টা, মেয়রের নিশানায় পুলিশ। 'এনাফ ইজ এনাফ, অ্যাক্ট নাও', পুলিশকে হুঁশিয়ারি ফিরহাদ হাকিমের। 'মুখ্যমন্ত্রী বারবার বলার পরেও কীভাবে অস্ত্র ঢুকছে?' 'মুঙ্গের থেকে অস্ত্র আসার কথা বলছে, তাহলে ধরার ব্যবস্থা করতে হবে' 'এটা আমার কাজ নয়, পুলিশকে আটকাতে হবে' 'উত্তরপ্রদেশ, বিহার, গুজরাতের কালচার বাংলায় চলবে না' 

লটারির মাধ্য়মে বিপুল অঙ্কের কালো টাকা সাদা হয়েছে, এই অভিযোগের ম্যারাথন তল্লাশিতে নেমেছে ইডি। লাগাতার ৩ দিন ধরে চলছে তল্লাশি। ED সূত্রে দাবি, ম্য়ারাথন তল্লাশিতে প্রায় ৯ কোটি নগদের হদিশ মিলেছে। লটারি কেলেঙ্কারিতে বিপুল টাকা উদ্ধার ও প্রভাবশালী-যোগের অভিযোগে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola