Tapas Saha: প্রয়াত নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা | ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda LIVE: CBI আদালতে জানাল, তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে তদন্ত শেষ, সেদিনই ব্রেন স্ট্রোকে আক্রান্ত তৃণমূল বিধায়ক । আজ সকাল সোয়া ৮টা নাগাদ বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে মৃত্যু হল নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ায় গতকাল তাঁকে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । অবস্থার অবনতি হলে, কলকাতার হাসপাতালে নিয়ে আসা হয় তৃণমূল বিধায়ককে । নিয়োগ দুর্নীতি মামলায় উঠে এসেছিল তেহট্টের তৃণমূল বিধায়কের নাম । চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তোলার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে । গতকাল আদালতে CBI জানায়, তাদের তদন্ত শেষ, তাঁর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি মিলেছে।

 

৪৮ ঘণ্টায় দ্বিতীয়বার, এবার উপত্যকার অবন্তীপোরায় নিরাপত্তাবাহিনী-জঙ্গি ভয়ঙ্কর গুলির লড়াই !

 উপত্যকায় ফের জঙ্গি ও নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই ! জম্মু ও কাশ্মীরের অবন্তীপোরার ঘটনা। দক্ষিণ কাশ্মীরের ত্রাল এলাকায় যৌথ অভিযান চালাচ্ছিল পুলিশ ও সেনা। সেইসময় উভয়পক্ষের মধ্যে ভয়ঙ্কর গুলির লড়াই শুরু হয়। অবন্তীপোরার নাদেল ও ত্রাল এলাকায় চলে এনকাউন্টার। যৌথবাহিনীর তরফে পাল্টা জবাব দেওয়া হচ্ছে বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছে কাশ্মীর পুলিশ। গত ৪৮ ঘণ্টায় এটা দ্বিতীয় এনকাউন্টার। 

সন্ত্রাসবাদের কোমর ভাঙতে 'অপারেশন সিঁদুরের' মধ্য়েই দিন দু'য়েক আগে কাশ্মীরে সেনা অভিযানে খতম হয় লস্কর-ই-তৈবা ও তার শাখা সংগঠন দ্য় রেজিস্ট্য়ান্স ফ্রন্টের ৩ জঙ্গি...। উদ্ধার হয় প্রচুর অস্ত্র। পাকিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতিতে রাজি হলেও, লড়াই শেষ হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।  তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, "ঘরে (পাকিস্তানে) ঢুকে মারব আমরা, বাঁচার কোনও সুযোগই দেব না।" এই প্রেক্ষাপটেই দক্ষিণ কাশ্মীরে 'অপারেশন কেল্লার' চালায় নিরাপত্তা বাহিনী। আর দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে এই 'অপারেশন কেল্লার'-এই লস্কর ও তার শাখা সংগঠনের ৩ জঙ্গিকে নিকেশ করে ভারতীয় সেনা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola