Tmc News: তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত ব্যক্তি | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত ব্যক্তি । হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরীর গাড়ির ধাক্কায় মৃত ১ । বালেশ্বরের জামুঝাড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনা । স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনা, মৃতের নাম রাধাকান্ত লেনকা । পুরী থেকে পরিবারকে নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা । রাস্তা পেরনোর সময় বাইকে ধাক্কা বিধায়কের গাড়ির । দুর্ঘটনার পরে খোঁজ নেই বিধায়কের, সূত্রের খবর, আটক গাড়ির চালক
আরও খবর...
ABP Ananda LIVE: আর জি করের ক্রাইম সিনে যেতে চেয়ে অভয়ার আইনজীবীর আবেদন খারিজ শিয়ালদা কোর্টের । সিবিআইকে তীব্র ভর্ৎসনা শিয়ালদা আদালতের । 'সিবিআইয়ের অবস্থা শোচনীয়, অবাক হচ্ছি সিবিআইয়ের নো অবজেকশন দেওয়ায়', মন্তব্য আদালতের । 'তাহলে কি সিবিআই মনে করছে, তাদের তদন্তই সঠিক হয়নি', প্রশ্ন আদালতের । 'সিবিআইয়ের ফরেন্সিক বিশেষজ্ঞরা কি ঠিক কাজ করেনি ?', প্রশ্ন আদালতের । 'এতদিন বৃহত্তর ষড়যন্ত্রের তদন্ত কীভাবে হল ?', সিবিআইকে প্রশ্ন আদালতের । সিবিআইয়ের চার্জশিট জমা না দেওয়ার জন্যই জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল' । পরিবারের আবেদনপত্র দেখে মনে হচ্ছে, পরিবারের আইনজীবীরা সমান্তরাল তদন্ত করতে চান', মন্তব্য আদালতের । স্বাধীন ফরেন্সিক বিশেষজ্ঞকে নিয়ে যেতে চায়', মন্তব্য আদালতের । আইনে কোথাও এরকম অনুমতি দেওয়া নেই', মন্তব্য আদালতের । তাই আবেদন খারিজ, জানালেন শিয়ালদা কোর্টের বিচারক