
Tmc New Poster: এবার EM বাইপাসে বেঙ্গল কেমিক্যালের কাছে দেখা গেল নতুন পোস্টার | ABP Ananda LIVE
Continues below advertisement
ABP Ananda LIVE: বিজেপির হিন্দুত্ব প্রচারের পাল্টা পোস্টার । EM বাইপাসে বেঙ্গল কেমিক্যালের কাছে পড়ল পোস্টার । বাংলার হিন্দু, খ্রিস্টান, মুসলমান, আমরা সবাই ভাই ভাই, ২০২৬-এ আমরা আবার দিদিকে চাই' । নামহীন পোস্টারের নীচে লেখা আছে, বিজেপি হঠাও । ফের কলকাতায় পোস্টার-জল্পনা। এবার EM বাইপাসে বেঙ্গল কেমিক্যালের কাছে দেখা গেল নতুন পোস্টার। পোস্টারে লেখা । বাংলার হিন্দু, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই । ভাই ভাই, ২০২৬-এ আমরা আবার দিদিকে চাই। নামহীন পোস্টারের নীচে লেখা আছে, বিজেপি হঠাও। এর আগে যাদবপুর থেকে বাঘাযতীন, গাঙ্গুলিবাগান থেকে পাটুলি, দক্ষিণ কলকাতার । বিস্তীর্ণ এলাকায় দেখা যায়, অধিনায়ক অভিষেক ও সর্বাধিনায়িকা মমতা লেখা হোর্ডিং। সৌজন্যে FEARLESS AITC MEMBERS বা FAM. এই প্রেক্ষিতেই EM বাইপাসে নতুন পোস্টার নিয়ে ফের তৈরি হয়েছে জল্পনা।
Continues below advertisement