TMC News: পুরুলিয়ার রঘুনাথপুর পুরসভায় প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ | ABP Ananda Live

ABP Ananda LIVE : তৃণমূল পুরপ্রধান VS ৪ তৃণমূল কাউন্সিলর। পুরুলিয়ার রঘুনাথপুর পুরসভায় প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। পুর প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব TMC-র ৪ কাউন্সিলর। টেন্ডার ছাড়াই কাজ করছে পুরপ্রধান, অভিযোগ ৪ কাউন্সিলরের। অভিযোগ ভিত্তিহীন, নিয়ম মেনেই হচ্ছে কাজ, দাবি পুরপ্রধানের। রঘুনাথপুরের উন্নয়ন চাইছে না ওই ৪ কাউন্সিলর, দাবি পুরপ্রধানের। দলবিধোরী কাজের জন্য ৪ কাউন্সিলরকে শোকজের নোটিস। পালটা প্রধানের বিরুদ্ধে পুরমন্ত্রীকে লিখিত অভিযোগ কাউন্সিলরদের। 

 

'রঘু ডাকাত', সুর চড়ালেন মহুয়া মৈত্র; নিশানায় কে ?

দুর্নীতি নিয়ে দলীয় বিধায়ককেই নিশানা তৃণমূল সাংসদের ? সদ্য জেলমুক্ত পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্যকে নিশানা করলেন মহুয়া মৈত্র ? 'রঘু ডাকাত' বলে কটাক্ষ তৃণমূল সাংসদের। তৃণমূলের কর্মিসভায় সুর চড়ালেন মহুয়া। এ বিষয়ে যোগাযোগ করা হলেও মানিক ভট্টাচার্যর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফোন ও মেসেজ করলেও তিনি কোনও মতামত জানাননি।

দলীয় কর্মিসভায় মহুয়াকে বলতে শোনা যায়, "দল কালিমালিপ্ত হয়েছে। তাঁরা ভোটের আগে এলাকায় ঢুকবেন, মিটিং করবেন, আমাদের মেনে নিতে হবে ? আমি এগুলো বলি না, কোনও দিন বলি না। আজ বাধ্য হয়ে বলছি। যাঁরা দলকে কালিমালিপ্ত করেছেন, ডাকাত...এঁরা রঘু ডাকাত। ছিঁচকে চোর নয়, পকেট মার নয়। তিনি চোর, তাঁর বউ চোর, তাঁর ছেলে চোর। চোদ্দ গুষ্টি চোর ! "

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola