TMC News: সৌগত রায়ের পাশে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

ABP Ananda Live: তৃণমূলে গৃহযুদ্ধ অব্যাহত। এবার সৌগত রায়ের পাশে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সৌগত রায়কে শ্রেষ্ঠ সাংসদের তকমাও দিলেন বরানগরের তৃণমূল বিধায়ক। বললেন, সৌগত রায়ের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে মনে করি না। যে কোনও প্রয়োজনে দমদমের সাংসদকে পাশে পাই। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল, দলের অন্দরে বলা। সম্প্রতি বরানগরে একটি অনুষ্ঠানে গিয়ে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে শ্রেষ্ঠ বিধায়ক বলে দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন সৌগত রায়। এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাগ্‍‍যুদ্ধে সৌগত রায়ের পাশে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। 

বাধ্য হয়ে হালকা বলপ্রয়োগ, বলছে কলকাতা পুলিশ ; লাথি মারা কাম্য নয়…মন্তব্য পুলিশ কমিশনারের

চাকরি হারিয়ে সর্বহারা তাঁরা। সেই চাকরি দাবিতেই এদিন গর্জে উঠেছিলেন। জেলায় জেলায় DI অফিস অভিযানের ডাক দেন সদ্য চাকরহারারা। আর কসবায় DI অফিসে আন্দোলন করতে গিয়ে জুটল পুলিশের লাঠি। রীতিমতো মাটিতে ফেলে পেটানো হল তাঁদের। এখানেই শেষ নয়, সদ্য চাকরিহারাদের লাথিও মারল পুলিশ। পাল্টা পুলিশের দাবি, হামলা করা হয়েছে তাদের উপরও। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola