Tmc News:'সবাইকে তো কান মুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাসন করা সম্ভব নয়',মনোজিতের ঘাড়ে দায় ঠেললেন সায়ন্তিকা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কসবা গণধর্ষণকাণ্ডে গ্রেফতার করা হয়েছে তৃণমূলকর্মী মনোজিৎ মিশ্রকে। যা নিয়ে তোলপাড় পড়ে গেছে রাজ্য় রাজনীতিতে। এই প্রেক্ষাপটে ব্য়ক্তি মনোজিতের ঘাড়ে দায় ঠেলে, তাঁর কু কীর্তি থেকে তৃণমূলকে আলাদা করার চেষ্টা করলেন তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্য়োপাধ্য়ায়। তিনি বলেছেন, "শাসক দলের ঘনিষ্ঠ, বা না-ঘনিষ্ঠ, সেটা বিষয় নয়। বিষয়টা হল ব্য়ক্তি। সবাইকে তো আর কান মুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাসন করা সম্ভব নয়। সবাই প্রাপ্তবয়স্ক। একজন প্রাপ্তবয়স্কর মনের ভিতরে, আপনার আমার মনের ভিতরে কী চলছে, যতক্ষণ না প্রকাশ্য়ে করছি বা বলছি, সেটা তো বোঝা বা জানা মানুষের পক্ষে সম্ভব নয়।" কিন্তু, তৃণমূল বিধায়কের এই যুক্তি সটান খারিজ করে দিয়েছে বিরোধীরা। তাদের স্পষ্ট প্রশ্ন, উত্তরপ্রদেশ-মধ্য়প্রদেশের মতো রাজ্য়ে ধর্ষণের ঘটনা ঘটলে, তৃণমূল ব্য়ক্তিকে দায়ী না করে, বিজেপিকে দায়ী করে, বিজেপির শীর্ষ নেতাদের সমালোচনা করে, তাহলে এক্ষেত্রে দায় শুধু মনোজিতের কেন হবে, তৃণমূলেরও নয় কেন?