TMC News: 'সরকারি দলের সংগঠন করা মানেই চলবে না ঔদ্ধত্য, দুর্নীতি', অস্বস্তির মুখে কড়া বার্তা শশীর
ABP Ananda LIVE : 'পুরো সংগঠনকে বদনাম...এটা খুবই দুর্ভাগ্যজনক', কোন প্রসঙ্গে বললেন শশী পাঁজা? সরকারি দলের সংগঠন করা মানেই চলবে না ঔদ্ধত্য, দুর্নীতি। কসবাকাণ্ডে অস্বস্তির মুখে কড়া বার্তা শশী, কুণালের। ভাইপো গ্যাং বলে পাল্টা আক্রমণে শুভেন্দু। ঔদ্ধত্য-লাগামে বার্তা।
আরও খবর...
IIM জোকার বয়েজ হস্টেলে ধর্ষণের অভিযোগ, কাউন্সেলিংয়ের নাম করে বয়েজ হস্টেলে নিয়ে অকথ্য নির্যাতন
ভয়ঙ্কর, গা শিউরে ওঠা। আবারও ধর্ষণের অভিযোগ। আবারও সেই কলকাতা। আরজি কর কাণ্ডের পর ১ বছরও কাটেনি। একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। সাউথ ক্যালকাটা ল’ কলেজের ঘটনার পর এক মাসও ঘুরল না। এবার IIM জোকার বয়েজ হস্টেলে ধর্ষণের ভয়ানক অভিযোগ।
এই প্রিমিয়াম ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই পড়ুয়াকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ। নির্যাতিতার অভিযোগ, কাউন্সেলিংয়ের নাম করে তাঁকে ডাকা হয়। অন্য কাজে দরকার আছে বলে তাঁকে বয়েজ হস্টেলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। তাঁকে খাবার খেতে দেওয়া হয়। তখন তিনি আচ্ছন্ন হয়ে পড়েন। সেই অবস্থায় তাঁর উপর চলে শারীরিক নির্যাতন। ধর্ষণ করা হয় তাঁকে। নির্যাতিতার বয়ান অনুসারে, তিনি পুরো সময় আচ্ছন্ন পরিস্থিতিতে ছিলেন। যখন সম্বিৎ ফেরে , দেখেন বয়েজ হস্টেলে পড়ে রয়েছেন তিনি। তখন তিনি ঠাকুরপুকুর থানায় অভিযোগ করেন। এরপর পুলিশ ক্যাম্পাসে গিয়ে তথ্য-প্রমাণ সংগ্রহ করে। তারপর গ্রেফতার করা হয় অভিযুক্তকে।