ট্রেন্ডিং
Mamata Banerjee: 'অভিষেক অধিনায়ক তো বটেই', কেন এমন মন্তব্য করলেন স্নেহাশিষ চক্রবর্তী?
ABP Ananda Live: পোস্টারের পর উঠল ‘অধিনায়ক অভিষেক’ স্লোগান। তৃণমূলের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম FAM-এর বৈঠকের দিন স্লোগান। তৃণমূল কর্মী, সমর্থকদের ‘অধিনায়ক অভিষেক’ স্লোগান। যাদবপুর, পাটুলি, গাঙ্গুলি বাগানে হলুদ পতাকা। মমতা ও অভিষেকের ছবি দেওয়া ব্যানারে লেখা ‘মিশন ২০২৬ স্টার্ট ফ্রম হিয়ার‘। ছাব্বিশের রণকৌশল নিয়ে তৃণমূলের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম FAM-এর বৈঠক।
হাওড়ায় বিপর্যয় নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ সুকান্ত মজুমদারের
হাওড়ায় বিপর্যয় নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ সুকান্ত মজুমদারের। 'মুখ্যমন্ত্রী যখন বিদেশ সফরে ব্যস্ত, তখন হাওড়ায় বহু মানুষ ঘরছাড়া। নবান্ন থেকে কিছু দূরেই ধসের জেরে দুর্ভোগে বহু মানুষ। প্রথমবার নয়, বাংলার মানুষ আগেও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তবুও মমতার জনবিরোধী সরকার এই ট্র্যাজেডি রোধে কিছুই করেনি। দুর্নীতিগ্রস্ত নেতারা সিন্ডিকেটের টাকা দিয়ে তাঁদের পকেট ভরতে ব্যস্ত ছিলেন! মানুষের জীবন রক্ষা করার পরিবর্তে, অবৈধ কারবারে যুক্ত তৃণমূল নেতারা', এটা কেবল ব্যর্থতা নয় - এটি অপরাধমূলক অবহেলা!' 'বাংলার জনগণ এর জবাব পাওয়ার যোগ্য!'