ABP News

Santunu Sen: অভিষেকের ভার্চুয়াল বৈঠকে সাসপেন্ডেড শান্তনু সেন!

Continues below advertisement

ABP Ananda Live: অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ভার্চুয়াল বৈঠকে সাসপেন্ডেড শান্তনু সেন! শনিবারের বৈঠকে প্রাক্তন তৃণমূল সাংসদের উপস্থিতি ঘিরে বিতর্ক । সাসপেন্ডেড, তাও কীভাবে অভিষেকের মেগা বৈঠকে? প্রশ্ন তৃণমূলের অন্দরেই। বৈঠকের লিঙ্ক পেয়ে যোগদান, উপস্থিতির কথা স্বীকার করে দাবি শান্তনুর । দলের কাছ থেকেই অভিষেকের বৈঠকে যোগদানের লিঙ্ক, দাবি শান্তনু সেনের: সূত্র। আর জি করের আন্দোলনের সময় শান্তনু সেনের ভূমিকায় অসন্তুষ্ট ছিল দল । গত ১০ জানুয়ারি দল থেকে সাসপেন্ড হন প্রাক্তন তৃণমূল সাংসদ। 

 

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অংশ নেওয়ার খবরে কটাক্ষ শুভেন্দুর

মুখ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়ে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ২৭ মার্চ আলোচনাসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অংশ নেওয়ার খবরে কটাক্ষ বিরোধী দলনেতার। 'এটা ততটাই আসল খবর, যতটা ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া ওঁর PhD ডিগ্রি'। সোশাল মিডিয়ায় পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 'সত্যিটা হল মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন কেলগ কলেজে'। 'এই কলেজ হল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অনুমোদিত আরও ৩৫টি কলেজের মধ্যে একটি'। '২০২৩-এ বিশ্ব বাণিজ্য সম্মেলনে এসে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন কেলগ কলেজের প্রেসিডেন্ট'। 'বলুন তো, কলকাতার সিটি কলেজে কেউ অনুষ্ঠানে অংশ নিলে, সেটা কি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান হবে?' 'কলকাতা বিশ্ববিদ্যালয় অনুমোদিত কলেজের সংখ্যা তো দেড়শ'। 'কোনও একটি কলেজের অনুষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান বলা, লোককে বোকা বানানোর পিআর কৌশল'। সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর বিদেশ সফরকে কটাক্ষ বিরোধী দলনেতার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram