Fake Voter: ভুয়ো ভোটার নিয়ে বৈঠকে তৃণমূলের কোর কমিটি

ABP Ananda Live: ভুয়ো ভোটার ধরতে বাড়ি বাড়ি অভিযান আগেই শুরু হয়েছে। আজ এই নিয়েই বৈঠকে বসছে তৃণমূলের কোর কমিটি। তৃণমূল ভবনে বৈঠক, কোর কমিটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ৩৬ জন সদস্য। কমিটির চেয়ারম্যান সুব্রত বক্সী। ভুয়ো ভোটার ধরার অভিযানে কী কী তথ্য উঠে এসেছে, তা নিয়েই মূলত বৈঠকে আলোচনা হবে ভুয়ো ভোটার নিয়ে অভিযোগ জানাতে আজ নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূলের ৩ সদস্যের প্রতিনিধিদল। দলে থাকছেন সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস।

শক্তিগড়ে গুলি চলার অভিযোগ

 

ভরসন্ধেয় শক্তিগড়ে গুলি চলার অভিযোগ উঠল। স্থানীয় সূত্রে খবর, গতকাল দুপুরে ৫-৬ জন হিন্দিভাষী যুবক শক্তিগড়ের হিরাগাছি গ্রামে একটি ভাড়া নেয়। তাদের গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহ হওয়ায় শক্তিগড় থানায় খবর দেওয়া হয়।  পুলিশ গিয়ে আগন্তুকদের পরিচয় জানতে চাইতেই ওই যুবকরা একটি গাড়িতে চড়ে ১৯ নম্বর জাতীয় সড়কের দিকে পালানোর চেষ্টা করে। রেল গেট বন্ধ থাকায় তাদের গাড়ি আটকে পড়ে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola