TMC Inner Clash: মন্ত্রী-সাংসদের সামনেই কর্মীদের প্রশ্নের মুখে গোসাবার তৃণমূল বিধায়ক!
ABP Ananda Live: গোসাবায় মন্ত্রী বঙ্কিম হাজরাকে ঘিরে তৃণমূলকর্মীদের একাংশের বিক্ষোভ। স্থানীয় বিধায়ক সুব্রত মণ্ডলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ। বিক্ষোভের সময় হাজির ছিলেন তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল। মন্ত্রী-সাংসদ-বিধায়কের সামনে ক্ষোভ উগরে দেন তৃণমূলকর্মীদের একাংশ। কোনও বাজে কথা বললে কারও রেহাই নেই, হুঁশিয়ারি বঙ্কিমের। গোসাবা বিডিও অফিসে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন বঙ্কিম হাজরা, সুব্রত মণ্ডল ও প্রতিমা মণ্ডল।
আর জি কর মেডিক্যালের জরুরি বিভাগে সিলড বাক্সে রক্তমাখা গ্লাভস ! আর জি কর কাণ্ডের প্রতিবাদে যখন অনশনে বসেছিলেন জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিরা, তখনই উঠে আসে এরকম চাঞ্চল্যকর অভিযোগ। এই প্রসঙ্গটি নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময়ও তুলে ধরেন আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা। কিন্তু সেই গ্লাভস কোথা থেকে এল হাসপাতালে ? তদন্তে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য।
আর জি কর মেডিক্যালের উপাধ্যক্ষ সপ্তর্ষি চট্টোপাধ্যায় জানালেন তদন্তে উঠে এসেছে নতুন তথ্য। হাসপাতালে যে গ্লাভসগুলিতে রক্তের দাগ রয়েছে বলে হইচই পড়ে যায়, সেগুলি নাকি আদতে রক্তের দাগ নয় ! তার প্রমাণ মিলেছে বায়োকেমিস্ট্রি বিভাগের ল্যাবে। তবে ওটা আসলে কীসের দাগ? তা জানতে সেগুলি পাঠানো হচ্ছে ফরেন্সিক ল্যাবে।
এছাড়া আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, যে বাক্সে গ্লাভস এসেছিল তার ব্যাচ নম্বরের সঙ্গে গ্লাভসের প্যাকেটের নম্বরের মিল নেই । তাহলে এই গ্লাভস হাসপাতালে ঢুলে পড়ল কীকরে ? কীভাবেই বা পৌঁছে গেল অপারেশন থিয়েটার পর্যন্ত ? তা জানতে আরও তদন্তের প্রয়োজন বলে জানান. আর জি কর মেডিক্যালের উপাধ্যক্ষ সপ্তর্ষি চট্টোপাধ্যায়।