Tmc News: বারবার কেন টার্গেট করা হচ্ছে শাসকদলের নেতাদের ? নেপথ্যে কি গোষ্ঠীদ্বন্দ্ব ? | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক, সত্যজিৎ বিশ্বাস থেকে পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত। সাম্প্রতিক অতীতে বারবার দুষ্কৃতীদের গুলিতে প্রাণ গেছে তৃণমূল নেতাদের। 
এমনকী কদিন আগে, কলকাতায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকেও একই কায়দায় খুনের চেষ্টা করা হয়। যদিও অল্পের জন্য রক্ষা পান তিনি। কিন্তু মালদার ক্ষেত্রে সেই সুযোগ হয়নি জেলা তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকারের। প্রশ্ন উঠছে, বারবার কেন টার্গেট করা হচ্ছে শাসকদলের নেতাদের? বিরোধীদের অভিযোগ, এই ঘটনাগুলির নেপথ্যে রয়েছে দলের গোষ্ঠীদ্বন্দ্ব। যদিও শাসকদল বলছে, খুনের নেপথ্যে কে জড়িত, তা খুঁজে বের করার দায়িত্ব পুলিশের।

নিরীহ মৎস্যজীবীদেরও ছাড়ল না বাংলাদেশ!

এদিকে, নিরীহ মৎস্যজীবীদেরও ছাড়ল না বাংলাদেশ! অভিযোগ, বাংলাদেশের জেলে বেধড়ক মারধর করা হয় বন্দি ভারতীয় মৎস্য়জীবীদের। হাত-পা বেঁধে চলে অত্য়াচার! রবিবারই বাংলাদেশ থেকে দেশে ফিরেছেন পঁচানব্বই জন ভারতীয় মৎস্য়জীবী। আজ গঙ্গাসাগরে তাঁদের স্বাগত জানায় রাজ্য় সরকার। মুখ্য়মন্ত্রীর মুখেও উঠে আসে, ভারতীয় মৎস্য়জীবীদের ভয়ঙ্কর অভিজ্ঞতার প্রসঙ্গ! তিনি বলেন, আমরা বাংলাদেশের অসুস্থ মৎস্য়জীবীদের চিকিৎসা করিয়ে, তবে প্রত্য়র্পণ করি। আর সেদেশে ভারতীয় মৎস্য়জীবীদের দড়ি দিয়ে হাত বেঁধে, লাঠি দিয়ে বেধড়ক মারা হয়েছে! এদিন এক নিহত মৎস্য়জীবীর পরিবারের হাতে দু'লক্ষ টাকার চেক তুলে দেন মুখ্য়মন্ত্রী

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram