TMC News: শোভনের বিবাহ বিচ্ছেদ মামলার সওয়ালে কল্যাণের কটাক্ষ, জবাব রত্নার

ABP Ananda Live: ABP Ananda Live: তৃণমূলে ফের কালারফুল নেতার সন্ধান। এবার তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের বাবা মহেশতলার বিধায়ক দুলালচন্দ্র দাসকে কালারফুল বলে সম্বোধন করলেন দলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের বিবাহবিচ্ছেদের মামলায় কলকাতার প্রাক্তন মেয়রের হয়ে সওয়াল করেন কল্যাণ। আর কোর্টে কল্যাণের কটাক্ষের পাল্টা জবাব দিলেন রত্না।

'কোনও ইভটিজিং নয়, গাড়ির রেষারেষি হচ্ছিল'। 'গয়া যাওয়ার সময় GT রোডে দুর্ঘটনা'। 'ওরা জাতীয় সড়ক দিয়েও যেতে পারত'। 'কিন্তু ওরা GT রোড দিয়ে যাচ্ছিল'। 'কিছু মোটিভিটেট তথ্য ঘুরছে, সেটা কুৎসা। 'তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব'। পানাগড়-কাণ্ডে এমনই দাবি পুলিশের। 'ওভারটেক করতে গিয়ে ঝামেলার শুরু'। দাবির স্বপক্ষে CC ফুটেজ থাকার দাবি পুলিশের । হাইওয়েতে পুলিশ পেট্রোলিং থাকে, দাবি CP-র । 'দুর্ঘটনা হয়েছে বলে হয়তো অভিযুক্তরা পালিয়েছে'। অভিযোগপত্রে কোথাও কটূক্তির প্রসঙ্গ নেই, দাবি পুলিশের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola