TMC News: পছন্দ নয় ভণ্ড ও ফেক, তাই নেতা বেছেছি অভিষেক! কাকে ফেক বললেন শিক্ষক নেতা মণিশঙ্কর?
ABP Ananda Live: কেউ স্লোগান তুলেছিলেন, গেমচেঞ্জার দাদা, কেউ আবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে সরকারে আনার দাবি তুলেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের হয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করা দুই শিক্ষক নেতাকে এবার বহিষ্কার করল তৃণমূল। এঁরা হলেন, তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সহ-সভাপতি মণিশঙ্কর মণ্ডল এবং তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সংগঠনের কার্যকরী সভাপতি প্রীতম হালদার। যদিও অবস্থান না বদলানোর বার্তা দিয়ে, বহিষ্কারের পরও আজ পোস্ট করেছেন মণিশঙ্কর মণ্ডল। তিনি লিখেছেন, ''পছন্দ নয় ভন্ড ও ফেক, তাই নেতা বেছেছি অভিষেক।''
আরও খবর, যাদবপুরের সমাবর্তন নিয়ে এখনও ক্ষুব্ধ আচার্য সিভি আনন্দ বোস। তবে, সমাবর্তনে যাবেন কিনা, সেব্য়াপারে, পড়ুয়াদের স্বার্থেই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন রাজ্য়পাল। আগামী ২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের সমাবর্তন অনুষ্ঠান। রাজভবন সূত্রে খবর, আচার্যের অনুমতি না নিয়েই তারিখ ঠিক করা হয়েছে। কেন অনুমতি চাওয়া হয়নি, তা জানতে চেয়ে, বৃহস্পতিবারই যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্যকে চিঠি পাঠায় রাজভবন। শুক্রবার, কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের একটি অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন আচার্য সিভি আনন্দ বোস। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, তিনি যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের সমাবর্তনে উপস্থিত থাকবেন কিনা। তিনি জানান, ছাত্রছাত্রীদের কথা ভেবেই তিনি সিদ্ধান্ত নেবেন।