TMC News: নন্দীগ্রামে TMC সমর্থক গৃহবধূকে 'মার', মামলা প্রত্যাহার না করায় 'বিবস্ত্র করে নির্যাতন'।

Nandigram News: নন্দীগ্রামে তৃণমূল সমর্থক গৃহবধূকে 'মার', মামলা প্রত্যাহার না করায় 'বিবস্ত্র করে নির্যাতন'। গ্রেফতার অভিযুক্ত বিজেপি সমর্থক, এখনও অধরা বাকি অভিযুক্তরা। পারিবারিক বিবাদে ১৫ অগাস্ট বাড়িতে ঢুকে তৃণমূল সমর্থক বধূকে মারধরের অভিযোগ। নন্দীগ্রাম থানায় দায়ের অভিযোগ না তোলায় গতকাল ফের বাড়িতে চড়াও। তৃণমূল সমর্থক গৃহবধূকে বিবস্ত্র করে ৩০০ মিটার টেনে নিয়ে যাওয়ার অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত বিজেপি সমর্থক, এখনও অধরা বাকি অভিযুক্তরা। কাল নন্দীগ্রাম যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। আর জি কর কাণ্ডে তৃণমূল নেতা কুণাল ঘোষের ইঙ্গিতপূর্ণ পোস্ট। মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেকের ছবি দিয়ে পোস্ট কুণাল ঘোষের। দোষীদের ফাঁসির দাবি জানানোর পাশাপাশি বিরোধীদের চক্রান্তের প্রসঙ্গ পোস্টে। এসব রুখতে লড়াইতে সেনাপতি অভিষেককেও সক্রিয়ভাবে সামনে চাই, পোস্ট কুণালের। 'আমাদেরও কিছু ভুল শুধরে সঠিক পদক্ষেপে সব চক্রান্ত ভাঙতেই হবে' কুণাল ঘোষের পোস্টে রাজনৈতিক মহলে জল্পনা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola