TMC News: দলবিরোধী কাজের অভিযোগে তৃণমূল থেকে সাসপেন্ড শান্তনু-আরাবুল। ABP Ananda Live
ABP Ananda Live: তৃণমূল থেকে সাসপেন্ড শান্তনু সেন-আরাবুল ইসলাম । দলবিরোধী কাজের অভিযোগে সাসপেন্ড শান্তনু-আরাবুল।
১ বছর ধরে মালদার দুলাল খুনের পরিকল্পনা, 'দুষ্কৃতীদের থাকা-খাওয়ার বন্দোবস্ত করেছিলেন বহিষ্কৃত TMC নেতা..' !
১ বছর ধরে ছক কষে দুলাল সরকারকে খুনের পরিকল্পনা! 'গত ২ মাস ধরে মালদায় ঘাঁটি গেড়েছিল সুপারি কিলাররা', মালদা হত্যাকাণ্ডে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য।
ইতিমধ্যেই মালদা তৃণমূল নেতা খুনে গ্রেফতারির পর বহিষ্কৃত নরেন্দ্রনাথ তিওয়ারি। এবার মালদার তৃণমূল নেতা খুনে পুলিশের হাতে এল চাঞ্চল্যকর তথ্য। 'তৃণমূল নেতাকে খুনের জন্য ৫০ লক্ষ টাকার সুপারি। দুষ্কৃতীদের থাকা-খাওয়ার সব বন্দোবস্ত করেছিলেন নরেন্দ্রনাথ তিওয়ারি। দুষ্কৃতীদের মধ্যে টাকা ভাগ করে দেওয়ার দায়িত্বে ছিল রোহন ও বাবলু। দুষ্কৃতীদের ৩০-৪০ হাজার টাকা করে অগ্রিম দেওয়া হয়েছিল', মালদা হত্যাকাণ্ডে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য। 'নরেন্দ্রনাথ তিওয়ারির বাড়িতে রোহন-সহ বাকি অভিযুক্তদের যাতায়াত ছিল', জেরায় দাবি ধৃত স্বপন শর্মার, পুলিশ সূত্রে দাবি।