TMC News: পদ গেল অভিষেকের হয়ে ব্যাটিং করা তৃণমূলের ২ শিক্ষক নেতার, মুখ খুললেন হুমায়ুন
ABP Ananda Live: আর জি কর ইস্য়ু হোক কিম্বা জহর সরকারের সাংসদ-পদ ছাড়া। এর আগেও বিভিন্ন সময়, বিভিন্ন ইস্য়ুতে, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পক্ষে পোস্ট করেছে তৃণমূলের একাংশ। এবার সোশাল মিডিয়ায় সরব হওয়া দুই নেতাকে বহিষ্কার করল তৃণমূল। আর এই আবহেই আবার ঘুরিয়ে দলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তিনি বলেছেন, নেতার নামে জিন্দাবাদ, নেত্রীর নামে জয়ধ্বনি, এটা অভিষেকের ক্ষেত্রেও প্রযোজ্য। তাঁদের নামে জয় ধ্বনি দিলে যদি শাস্তি নেমে আসে, তাহলে কোথায় যাব!
আরও খবর, যাদবপুরের সমাবর্তন নিয়ে এখনও ক্ষুব্ধ আচার্য সিভি আনন্দ বোস। তবে, সমাবর্তনে যাবেন কিনা, সেব্য়াপারে, পড়ুয়াদের স্বার্থেই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন রাজ্য়পাল। আগামী ২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের সমাবর্তন অনুষ্ঠান। রাজভবন সূত্রে খবর, আচার্যের অনুমতি না নিয়েই তারিখ ঠিক করা হয়েছে। কেন অনুমতি চাওয়া হয়নি, তা জানতে চেয়ে, বৃহস্পতিবারই যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্যকে চিঠি পাঠায় রাজভবন। শুক্রবার, কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের একটি অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন আচার্য সিভি আনন্দ বোস। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, তিনি যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের সমাবর্তনে উপস্থিত থাকবেন কিনা। তিনি জানান, ছাত্রছাত্রীদের কথা ভেবেই তিনি সিদ্ধান্ত নেবেন।