TMC News : কোচবিহারের ঘটনা প্রসঙ্গে ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভায়,BJPকে কড়া ভাষায় আক্রমণ উদয়ন গুহর
ABP Ananda LIVE : ফের সরব উদয়ন গুহ ! বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর বিজেপি বিধায়কের ছেলের গ্রেফতারি নিয়ে উত্তপ্ত কোচবিহার। পুণ্ডিবাড়িতে বিজেপির প্রতিবাদ মিছিলের পাল্টা মিছিল তৃণমূলের।একে অপরেরবিরুদ্ধে স্লোগান তৃণমূল-বিজেপির ।তৃণমূল নেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গ্রেফতার বিজেপি বিধায়কের ছেলে।
আরও খবর...
ফের ‘মহাজোট’ বার্তা শমীকের, ‘BJP হালে পানি পাচ্ছে না’, বললেন অধীর, ‘আপনি বামেদের ভোট দিন’, আর্জি শতরূপের
ফের কি একজোট হওয়ার বার্তা শমীকের। কী বলছে সিপিএম, কংগ্রেস?
রাজ্য বিজেপি-র সভাপতি হয়েই 'মহাজোটে'র বার্তা দিয়েছিলেন। যার যার পতাকা তুলে রেখে, সিপিএম-কংগ্রেসকে বিজেপি-র সঙ্গে কাঁধে কাঁধ মেলাতে আর্জি জানিয়েছিলেন। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে, রাজ্যের দুই বিরোধী দলকে ফের জোটবার্তা দিলেন শমীক ভট্টাচার্য। রাজনীতির ঊর্ধ্বে উঠে, বৃহত্তর স্বার্থকে এগিয়ে রাখার কথা বলতে শোনা গেল তাঁকে। (West Bengal BJP)