Udayan Guha: বিজেপিকে রুখতে এবার উদয়ন গুহর 'ডাক্তারি' দাওয়াই, কী বললেন তিনি?

ABP Ananda Live: বিজেপিকে রুখতে এবার উদয়ন গুহর 'ডাক্তারি' দাওয়াই।  যেখানে ক্যাপসুল লাগবে, দিতে হবে। হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথি দরকার হলে দিতে হবে। যেখানে অপারেশন দরকার সেখানে অপারেশন করতে হবে। বিজেপিকে রুখতে তৃণমূলকর্মীদের বার্তা উদয়ন গুহর। 

 

যাদবপুরকাণ্ডের প্রতিবাদে শহর থেকে জেলা, দিকে দিকে বিক্ষোভ কর্মসূচি SFI-এর

যাদবপুরকাণ্ডের প্রতিবাদে শহর থেকে জেলা, দিকে দিকে বিক্ষোভ কর্মসূচি SFI-এর। কলেজ স্ট্রিট থেকে দুপুর ৩টে এবং নাগেরবাজারে সন্ধে ৬টা থেকে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। বিকেল চারটে থেকে মিছিল হওয়ার কথা দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। SFI-এর হাওড়া জেলা কার্যালয় থেকে দুপুর ৩টেয় বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। সকাল ১১টা নাগাদ প্রতিবাদ মিছিল কর্মসূচি নেওয়া হয়েছে মেদিনীপুরে। যাদবপুরকাণ্ডে SFI-এর ডাকা ছাত্র ধর্মঘট ঘিরে গতকাল জেলায় জেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। একদিে ছিলেন বামপন্থী ছাত্র-ছাত্রীরা। আরেকদিকে তৃণমূল ছাত্র পরিষদ। মোটরবাইক থেকে নেমে ছাত্রীদের মারধর,  সপাটে চড়, বামপন্থী আন্দোলনকারীদের কিল-ঘুষি, ধাক্কা মেরে ছাত্রীকে মাটিতে ফেলে দেওয়া, বাদ যায়নি কিছুই। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে শিলিগুড়ি, সর্বত্র ধরা পড়ে এই ছবি। সিংহভাগ জায়গাতেই দর্শকের ভূমিকায় দেখা যায় পুুলিশকে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola