Udayan Guha : 'যাঁরা ভোটার লিস্টে জল দিতে আসবে তাঁদের হাঁটুতে জল জমবে', ফের হুঁশিয়ারি উদয়ন গুহের

ABP Ananda LIVE : মমতার বার্তার পর ফের হুঁশিয়ারি উদয়ন গুহের। 'এটা মহারাষ্ট্রও নয়, দিল্লিও নয়, এটা বাংলা'। 'যাঁরা ভোটার লিস্টে জল দিতে আসবে তাঁদের হাঁটুতে জল জমবে।'

 

Tangra News: 'মরে যাওয়ার ভান করেছিলাম, মা-কাকিমাকে খুন করেছিল...' ট্যাংরাকাণ্ডে খুনির নাম প্রকাশ জখম কিশোরের

ট্যাংরার পরিবারের দুই মহিলা ও এক নাবালিকাকে খুনের পিছনে দুই ভাইয়ের হাত রয়েছে বলে একপ্রকার নিশ্চিত ছিল তদন্তকারীরা। এবার সেই তথ্যেই কার্যত সিলমোহর দিলেন ট্যাংরাকাণ্ডে জখম কিশোর। এমনটাই জানিয়েছে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনকে। 

এদিন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তীকে জানিয়েছে, 'মা, কাকিমা, বোনকে মেরেছে কাকা। পায়েস খাওয়ানোর পর বেঁচে যাই। তখন কাকা বালিশ চাপা দিয়ে আমাকেও মারতে চেয়েছিল। যোগ ব্যায়াম করতাম বলে কাবু করতে পারেনি। কাকার হাত থেকে বাঁচতে মরে যাওয়ার ভান করি, জানাল ট্যাংরাকাণ্ডে জখম কিশোর  রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তীকে জানাল NRS হাসপাতালে ভর্তি ট্যাংরাকাণ্ডে জখম কিশোর। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola