TMC News Update:অভিষেকের নাম করে তোলাবাজির অভিযোগে ধৃত ৩। কোচবিহার দক্ষিণের BJP বিধায়ককে তলব পুলিশের

Continues below advertisement

ABP Ananda Live: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির চেষ্টার ঘটনা। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে-কে তলব কলকাতা পুলিশের। তলব করল শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। ৩ দিনের মধ্যে থানা হাজিরার নির্দেশ। গতকাল রাতে ই-মেল মারফৎ পাঠানো হয়েছে নোটিস। ঘটনায় ৩ জনকে কিড স্ট্রিটের MLA হস্টেল থেকে গ্রেফতার করা হয়। হোস্টেলের ওই ঘর কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়কের নামে বুক করা হয়, খবর পুলিশ সূত্রে। 

 

চম্পাহাটিতে বাজি কারখানায় ফের বিস্ফোরণ। ঘটনায় তিনজন আহত হয়েছেন। বাজি কারখানায় বিস্ফোরণের জেরে ঝলসে গেলেন মহিলা-সহ তিন জন ! চম্পাহাটির হাঁড়ালে ঘটনাটি ঘটে। বিস্ফোরণে গুরুতর আহতদের নাম- পিন্টু মণ্ডল, শঙ্করী সর্দার ও ভক্তি সর্দার। আশঙ্কাজনক অবস্থায় আহতদের আনা হল বাঙুর হাসপাতালে।

এক বাজি ব্যবসায়ী বলেন, 'এবছর কালীপুজোয় বাজার খুব খারাপ ছিল। অনেকের বাজি বিক্রি হয়নি। ওঁর বাজিও বিক্রি হয়নি। ওঁর কিছু মাল ছিল। সেগুলো ঘরে রাখা ছিল। ওঁর বউ রান্না করছিলেন। হঠাৎ গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। আগুন ছিটকে যে ঘরে মালপত্র ছিল সেখানে চলে যায়। তাতে আগুন লেগে যায়। বাড়িটা পিন্টু মণ্ডলের।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram