TMC News: ওয়াকফ বিলের বিরোধিতায় এবার পথে নামছে তৃণমূল

Continues below advertisement

ABP Ananda Live: ওয়াকফ বিলের বিরোধিতায় এবার পথে নামছে তৃণমূল। ৩০ তারিখ রানি রাসমণি অ্যাভিনিউয়ে জমায়েতের ডাক তৃণমূলের সংখ্যালঘু সেলের। ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠকে তুলকালামের পর কলকাতায় জমায়েতে অংশ নেবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও।

 

আরও খবর, বিরোধীরা নয়, এবার নারদাকে অস্ত্র করে সৌগত-ফিরহাদকে আক্রমণে কল্যাণ। নারদার কেসে তো সৌগত রায়, ববি হাকিম দু'জনেই ইনভলভড রয়েছে। কেন রয়েছে? : কল্যাণ। 'ববিদা, মদন মিত্ররা তো জেল খেটেছেন', অভিষেকের হয়ে ব্যাটিংয়ের পর ফিরহাদ-মদনের আক্রমণের পাল্টা জবাব হুমায়ুনের। সিপিএমের পেটোয়া লোক, তাঁর প্রোগ্রামে চলে যাচ্ছে। আমরা জানতে পারি না...সেল্ফ ইন্টারেস্ট: জাভেদ। দেবাশিস কুমরারের ভূমিকায় প্রশ্ন জাভেদের। বুধবার ব্যপাক রদবদল হয় কলকাতা ও রাজ্য পুলিশে। সরানো হল কলকাতা পুলিশের অ্য়াডিশনাল সিপি মুরলীধর শর্মাকে। নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের জামিন। ED-র মামলায় জামিন পেলেও সিবিআইয়ের মামলায় জেলেই থাকতে হবে বহিষ্কৃত যুব তৃণমূল নেতাকে। ইডিকে না জানিয়েই জ্যোতিপ্রিয়কে হাসপাতালে ভর্তির অভিযোগ। কী সমস্যা, জানতে চেয়ে অ্যাপোলোকে চিঠি এজেন্সির। ১৬ নভেম্বর হাসপাতাল থেকে ছাড়া হয়েছে, কোর্টে জানাল জেল কর্তৃপক্ষ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram