TMC News: সাগরে ‘দাগি’ শিক্ষকদের রমরমা।SSC-র প্রকাশিত তালিকায় থাকা অনেকের সঙ্গেই শাসক-যোগ

ABP Ananda LIVE : সাগরে ‘দাগি’ শিক্ষকদের রমরমা।SSC-র প্রকাশিত তালিকায় থাকা অনেকের সঙ্গেই শাসক-যোগ।সাগরের ৩০-৪০ জনের নাম রয়েছে SSC-র ‘দাগি’ শিক্ষকদের তালিকায়, অভিযোগ বিরোধীদের।সাগরের ধবলাটের তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি বিভাস মণ্ডলের নাম দাগি তালিকায়।সাগরের রামকরচর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্যের পুত্রবধূ পম্পা ভুঁইয়ার নাম দাগি তালিকায়। তৃণমূল পরিচালিত সাগরের কমলপুর কৃষি সমবায় সমিতির সভাপতির ছোট ছেলে বিশ্বনাথ জানার নাম দাগি তালিকায়।তাঁর বড় বউমা সুষমা দাসের নামও দাগি তালিকায়।

 

বিদেশিদের চিহ্নিতকরণের জন্য নতুন নির্দেশিকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

বিদেশি নাগরিক সংশোধনী আইন চালু। অবৈধভাবে ভারতে থাকা বিদেশিদের জন্য চালু নির্দেশিকা। এই বিদেশিদের চিহ্নিতকরণের জন্য নতুন নির্দেশিকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। এই বিদেশিদের নিজেদের দেশে ফেরত পাঠানোর পদ্ধতি নিয়ে নতুন নির্দেশিকা। অবৈধ অভিবাসীদের জন্য ডিটেনশন সেন্টার গড়ে তোলার কথা বলা হয়েছে। ভারতে বৈধভাবে আসা বিদেশিদের জন্যও নির্দেশিকা চালু। নতুন নির্দেশিকায় ছাড় দেওয়া হল বাংলাদেশ থেকে আসা অমুসলিমদের। নতুন নির্দেশিকায় ছাড় পাবেন পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা অমুসলিমদের। যাঁরা ৩১ ডিসেম্বর ২০২৪-এর মধ্যে ধর্মীয় প্রতারণার কারণে ভারতে এসেছেন, তাঁরা এখানেই থাকতে পারবেন।
এঁদের কোনও কাগজ দেখাতে হবে না। দেশ জুড়ে বাংলাদেশে থেকে আসা অনুপ্রবেশকারীদের ধরতে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ চলছে অভিযান। এই সময়েই কেন্দ্রের নতুন নির্দেশিকা, যার শক্তিতে বাংলাদেশ থেকে আসা হিন্দুরা থাকতে পারবেন এ দেশে। বিজ্ঞপ্তি জারির পর সোশাল মিডিয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola