TMC on Governor Meet: আজ রাজ্যপালের সঙ্গে দেখা করতে দার্জিলিং যাচ্ছেন তৃণমূলের ৩ প্রতিনিধি
Continues below advertisement
দু'রাত পার, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে রাজভবনের সামনে ধর্নায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ রাজ্যপালের সঙ্গে দেখা করতে দার্জিলিং যাচ্ছেন তৃণমূলের ৩ প্রতিনিধি, দুই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র ও পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ
মজুমদার। দিল্লি থেকে ফিরে বিকেল সাড়ে ৫টায় দার্জিলিং রাজভবনে তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কলকাতায় এসে ভুক্তভোগী পরিবারের সঙ্গে দেখা করুন। পাহাড়ের প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা প্রশাসন করছে, রাজ্যপাল দার্জিলিঙে কেন? প্রশ্ন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর। কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যপালকে সম্মান জানাতেই তাঁরা উত্তরবঙ্গে গিয়ে দেখা করছেন। সি ভি আনন্দ বোস কলকাতায় ফিরে তৃণমূলের প্রতিনিধিদলের সঙ্গে দেখা না করা পর্যন্ত ধর্না চালিয়ে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Continues below advertisement