Partha Bhowmik: তৃণমূলের নাম করে টাকা চাইলে জেলে পুরে দেওয়ার হুঁশিয়ারি পার্থ ভৌমিকের

ABP Ananda LIVE: ১০ জুলাই বাগদা বিধানসভায় উপনির্বাচন (Bagdha bIdhansabha By Election)। তার আগে শনিবার সেখানে একটি পথসভা করার কথা ছিল শুভেন্দু অধিকারীর(suvendu Adhikari)। কিন্তু, অনুমতি না থাকার অভিযোগে শুক্রবার দুপুরে সভাস্থলে পৌঁছে প্রস্তুতি বন্ধ রাখার নির্দেশ দিলেন বাগদা বিধানসভার দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কেউ যদি তৃণমূলের নাম করে, কিংবা BDO অফিসের মন করে কোনও কাজের জন্য পয়সা চায়, এই ছেলেগুলোকে ফোন করবে তাকে জেলে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমার। 

মাহেশে জগন্নাথ দেবের নবযৌবন সাজ। জ্বর থেকে সেরে উঠেই অলঙ্কারে সুসজ্জিত। এদিন তিনি পরেন রুপোর হাত। দু'হাত তুলে আশীর্বাদ করেন ভক্তদের । এমনটাই বিশ্বাস ভক্তদের। সেই টানেই ছুটে আসেন ভক্তরা। রবিবার মাসির বাড়ি যাবেন জগন্নাথ বলরাম সুভদ্রা।  প্রাচীনত্ব, মাহাত্ম্য এবং ঐতিহাসিক দিক দিয়ে পুরীর রথযাত্রার পরেই মাহেশের স্থান।  জগন্নাথ দেবের নব যৌবন উপলক্ষে যেমন সেজে উঠছে পুরী , তেমনই সেজে উঠছে  শ্রীরামপুরের মন্দির। শ্রীরামপুরের মাহেশে, স্নানযাত্রার ১৩ দিন পর ভক্তদের দর্শন দেন মহাপ্রভু। শুক্রবার এই নব যৌবন উৎসব অনুষ্ঠিত হয়েছে। রাজ বেশে জগন্নাথ বলরাম সুভদ্রাকে সাজানো হয় এদিন। জগন্নাথদেবকে এই দিন রুপোর হাত পরিয়ে দেওয়া হয়। স্বর্ণালঙ্কারে সেজে ওঠেন দেবতা।  সেই সঙ্গে অর্পণ করা হয় ৫৬ ভোগ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola