
Tmc poster News : বিজেপির 'হিন্দু হিন্দু ভাই ভাই' প্রচারকে কটাক্ষ করে হোর্ডিং তৃণমূলের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ছাব্বিশের আগে ধর্মের ধ্বজা তুলে ময়দানে শাসক-বিরোধী । বিজেপির 'হিন্দু হিন্দু ভাই ভাই' প্রচারকে কটাক্ষ করে হোর্ডিং তৃণমূলের । পাল্টা হোর্ডিং ও ফ্লেক্স তৃণমূলের IT সেলের । 'হিন্দু হিন্দু ভাই ভাই, আধার লিঙ্কে ফাইন খাই', হোর্ডিংয়ে স্লোগান তৃণমূলের । 'হিন্দু হিন্দু ভাই ভাই, তবু তেলের দামে লোটা চাই', হোর্ডিংয়ে স্লোগান তৃণমূলের । শ্যামবাজার, স্টার থিয়েটারের সামনে তৃণমূলের হোর্ডিং ও ফ্লেক্স ।
জলপাইগুড়ির রাজগঞ্জে ফের ভুয়ো ভোটারের অভিযোগ তৃণমূলের
জলপাইগুড়ির রাজগঞ্জে ফের ভুয়ো ভোটারের অভিযোগ তৃণমূলের । কেউ এরাজ্যেরই দুটি বুথের ভোটার, কেউ একই সঙ্গে বাংলা ও বিহারের ভোটার! । বিনাগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ভোটার তালিকাতে ভূতুড়ে ভোটারের খোঁজ, দাবি রাজগঞ্জের ব্লক তৃণমূল সভাপতির । একটি বুথেই ভোটার তালিকায় ৩৪ জন মৃত ব্যক্তির নাম, দাবি তৃণমূলের । এজন্য বুথ লেভেল অফিসারদের একাংশকেই কাঠগড়ায় তুলেছে শাসক শিবির
শিয়ালদার পর এবার বউবাজার, ফের কলকাতায় অস্ত্র উদ্ধার । বউবাজার থানা এলাকার নির্মলচন্দ্র স্ট্রিটে অস্ত্র-সহ ধৃত দুষ্কৃতী । ধৃত দুষ্কৃতীর নাম শেখ শাহনওয়াজ ওরফে সমীর । ধৃতের কাছ থেকে উদ্ধার একটি ওয়ান শটার, এক রাউন্ড কার্তুজ ও ছুরি । ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু