TMC: 'দলের কোন্দলে রাশ টানার চেষ্টা', তৃণমূল নেত্রীর বক্তব্যের ব্যাখ্যায় অধ্যাপক শুভময় মৈত্র | Bangla News
Continues below advertisement
"আমি নানা কাজে ব্যস্ত, অনেক চাপ, তবু এখন থেকে সংগঠন নিজেই দেখব। অনেকের মনে অনেক ব্যথা থাকে, তাঁরা বলতে পারেন না। কোথায় যোগাযোগ করবে, ভেবে উঠতে পারেন না। আমি সুদীপদাকে বলব, সাংসদরা কিছু বললে, সরাসরি আমাকে জানান। সাংসদরা (MP) কিছু বললে কারও মাধ্যমে নয়, আমাকে সরাসরি জানান", তৃণমূলের সংসদীয় দলের বৈঠকে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তৃণমূল নেত্রীর এই বার্তা প্রসঙ্গে অধ্যাপক শুভময় মৈত্র বলেন, "এর থেকে বোঝাই যাচ্ছে যে তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেছেন। দলের মধ্যে কোন্দল বারবার সামনে আসছিল, নেত্রীর এই বার্তার মধ্যেই সেই কোন্দলেও একপ্রকার রাশ টানা হয়েছে।"
Continues below advertisement
Tags :
Mamata Banerjee BJP ABP Ananda TMC MP ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Tmc Mla Sudip Banerjee Bengal Politics Mamata Banerjee TMC Chief TMC Chief Mamata Banerjee এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Parliamentary Meeting