21st July Preparation: তৃণমূলের ২১ জুলাই, জেলা থেকে কলকাতায় আসছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা

Continues below advertisement

ABP Ananda LIVE: তৃণমূলের ২১ জুলাই। জেলা থেকে কলকাতায় আসছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। রায়গঞ্জ থেকে সাইকেল চালিয়ে কলকাতায় এলেন ৫জন। নেতাজি ইন্ডোর, সেন্ট্রাল পার্ক, গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন মঞ্চ সহ বিভিন্ন জায়গায় রাতে ছিলেন তৃণমূল কর্মী-সমর্থকরা।

তৃণমূলের (TMC) পর এবার ভোট না দেওয়ায় 'আমরা-ওরা' বিতর্কে বিজেপি (BJP)। তৃণমূলকে ভোট দেওয়ায় ক্যান্সার আক্রান্তকে (Cancer Patient) ফেরাল বিজেপি? প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডের জন্য সাংসদ সার্টিফিকেট না দেওয়ার অভিযোগ। 'সাংসদ সার্টিফিকেট না দিয়ে ফিরিয়ে দেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর আপ্ত সহায়ক', বিজেপিকে ভোট না দেওয়ায় খণ্ডঘোষের ক্যান্সার আক্রান্তকে ফেরানোর অভিযোগ। সাহায্য চেয়ে বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদের দ্বারস্থ ক্যান্সার আক্রান্ত। 'বিজেপি যে সবকা সাথ সবকা বিকাশে বিশ্বাস করে না, এটাই তার প্রমাণ', আক্রমণে বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ (Kirti Azad)। 'আমার কাছে আসেননি, কার কাছে আবেদন করেছিলেন চিনি না', দাবি সৌমিত্র খাঁর। 'কাল সকালে অফিসে থাকব, আসলেই সার্টিফিকেট পাবেন', বললেন সৌমিত্র খাঁ (Soumitra Khan)।

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram