Babul on Raju Jha : 'বিজেপি নেতাদের ওপর সিবিআই-ইডির রেড কেন হবে না', রাজু ঝা খুনে ট্যুইট বাবুলের

Continues below advertisement

কয়লা মাফিয়া রাজু ঝার বিজেপি যোগ নিয়ে ট্যুইট মন্ত্রী বাবুল সুপ্রিয়র পর্যটনমন্ত্রী ও তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয় ট্যুইটে চাঞ্চল্যকর দাবি করে লিখেছেন রাজুরই হোটেলে বিজেপির বড় বড় নেতারা ব্যবহার করতেন। আর আমাকে বদনাম করার জন্য দুর্গাপুরের একটা রোড শো-তে আমার সব ব্যানারের নীচে সৌজন্যে রাজু ঝা, লেখানো হয়েছিল। প্রশ্ন এটাই যে এই বিজেপি নেতাদের ওপর সিবিআই-ইডির রেড কেন হবে না। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram